স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইরিশদের ধবলধোলাই করে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাঘিনীরা। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছে আইরিশরা।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তেমন একটা সুবিধা করে ওঠতে পারেনি আইরিশরা। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই গড়েছে বড় সংগ্রহ। আগে ব্যাত করে বাংলাদেশকে ১৭০ রানের বড় লক্ষ্য দিয়েছে সফরকারীরা।
আগে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারালেও আইরিশরা বড় সংগ্রহ গড়েছে অধিনায়ক গ্যাবি লুইস এবং লিয়া পলের ঝড়ো ইনিংসের সুবাদে।
বাংলাদেশী বোলারদের বিপক্ষে আজ হাত খুলে খেলেছেন লুইস। ৪২ বলে তিনি করেছেন ৬০ রান। ওদিকে লিয়া করেছেন ৪৫ বলে ৭৯ রান। এ দুজনের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ গড়ে আইরিশরা।