images

স্পোর্টস / ফুটবল

পেনাল্টি মিস করে এমবাপে বললেন, ‘আমি কে দেখিয়ে দেওয়ার সময় এসেছে’

স্পোর্টস ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

বড় হয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন নিয়ে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে রিয়ালে যোগ দিয়েছেনও। তবে স্প্যানিশ জায়ান্টদের দলে নাম লেখানোর পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুজছেন এমবাপে। চিরচেনা ফর্মে নেই তিনি, দলে নিজের প্রভাবও রাখতে পারছেন না। তার হতাশাজনক পারফর্ম্যান্সের সবশেষ সংযোজন এক সপ্তাহে দুই পেনাল্টি মিস করা।

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নিয়েছিলেন এমবাপে। তবে দুর্বল শটে গোলরক্ষককে পরাস্ত করে জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তিনি। এরপর লা লিগায় গতকাল আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচেও পেনাল্টি শট নিয়েছিলেন ফরাসি এই তারকা।

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত হেরেছে রিয়াল। এক সপ্তাহে দুই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপেকে নিয়ে চলছেসমালোচনা। তবে এমন হতাশাজনক পারফর্ম্যান্সের চক্র থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞার কথাই ম্যাচ শেষে জানিয়েছেন এমবাপে।

সামাজিক মাধ্যমে এমবাপে বলেন, ‘বাজে ফল। খুঁটিনাটি সবকিছু যেখানে গুরুত্বপূর্ণ, এমন ম্যাচে এটা বড় ভুল। এর সবটুকু দায় আমি নিচ্ছি। সময়টা কঠিন। তবে পরিস্থিতি বদলে দেওয়ার এবং আমি কে, তা দেখিয়ে দেওয়ার সেরা সময় এখনই।’ 

এদিকে এমবাপের উপর এখনো ভরসা হারাননি লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তিও। তিনি বলেন, ‘সে যা করছে তা ১ শতাংশের বেশি (পারফরম্যান্সের লেভেল)। তবে স্বীকার করতেই হবে, এমবাপে তার সেরা পর্যায়ে নেই। তাকে সময় দিতে হবে মানিয়ে নেয়ার জন্য। সে ১০ গোল করেছে এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’