images

স্পোর্টস / ক্রিকেট

ওয়ানডের সাবেক ১ নম্বর বোলারকে গ্রেপ্তার করল দক্ষিণ আফ্রিকা পুলিশ

স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর ২০২৪, ১১:০৭ এএম

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে এক সময় শীর্ষে ছিলেন লনওয়াবো সতসোবে। সাবেক এই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। একই সঙ্গে প্রোটিয়াদের সাবেক টেস্ট উইকেটকিপার থামি সোলেকিলে ও ঘরোয়া ক্রিকেটের গ্রেট এথি এমবালাতিকেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

দুর্নীতির মামলায় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিং এর চেষ্টা করেছিলেন এমন অভিযোগে যে ৭ জন ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম সতসবে, সোলেকিল ও এমবালাতি।

দক্ষিণ আফ্রিকার ২০০৪ সালের দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনের অধীনে গ্রেপ্তার তিন ক্রিকেটারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়। যে ধারায় অভিযুক্ত করা হয়েছে, সেটি খেলাধুলায় দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ড সম্পর্কিত। 

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হানসি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে এই আইনটি করা হয়েছিল। এই আইনে প্রথম অভিযুক্ত হলেন সতসবে, সোলেকিল ও এমবালাতি।

দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া এ তিনজনকে গ্রেপ্তার করার বিষয়ে বলেন, ‘দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে তাদের সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’

 সতসবে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে। জাতীয় দলের হয়ে তিনি ৬১ ওয়ানডে, ২৩ টি–টোয়েন্টি ও ৫ টেস্ট খেলেছেন। ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের মে পর্যন্ত তিনি ছিলেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার।