স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ০৯:২৫ এএম
দীর্ঘ এক দশক ধরে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে পারছে না অস্ট্রেলিয়া। এবার প্যাট কামিন্সের দল হারের বৃত্ত থেকে বেরিয়ে সিরিজ পুনরুদ্ধার করতে চায়। তবে এ মিশনে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে অজিরা। সিরিজের প্রথম টেস্টে পার্থে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।
প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়ার পর এবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে অজিরা। সিরিজের দ্বিতীয় টেস্টটি আবার দিবারাত্রীর। গোলাপি বলের এই ম্যাচে মাঠে নামার আগে বড় এক দুঃসংবাদই পেয়েছে অজিরা।
পার্থে প্রথম টেস্টে দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ভারতকে ১৫০ রানেই অল আউট করেছিল অজিরা। বিরাট কোহলিদের অল আউট করার পথে একাই ৪ উইকেট নিয়েছিলেন জশ হ্যাজলউড। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি পেয়েছিলেন ১ উইকেট।
এবার অ্যাডিলেড টেস্টে হ্যাজলউডকে দলে পাচ্ছে না অস্ট্রেলিয়া। সাইড স্ট্রেইনের কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না অজি এই পেসারের। এদিকে হ্যাজলউডের বদলে শন অ্যাবট এবং ব্র্যান্ডন ডগেটকে স্কোয়াডে নেয়া হয়েছে। যদিও আগে থেকেই দলে থাকা স্কট বোল্যান্ডই হ্যাজলউডের বদলে সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।