স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম
বলা হয়ে থাকে, টেস্ট ক্রিকেট ক্ষণে ক্ষণে রং পাল্টায়। ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’র পার্থ টেস্ট তার দারুণ এক উদাহরণ। ভারতকে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট করে বড় লিডের স্বপ্ন দেখেছিল অস্ট্রেলিয়া। তবে নিজেদের প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট হলে উল্টো লিড পায় ভারত।
প্রথম দুই ইনিংসের ‘বোলিং পিচ’ তৃতীয় ইনিংসে গিয়েই হয়ে গেল ফ্ল্যাট উইকেট। ভারতের ব্যাটিং দাপটে ম্যাচে কঠিন চাপে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যে হার চোখ রাঙাচ্ছে অজিদের। এদিকে এই ম্যাচে কিংবদন্তি ওয়াসিম আকরামের সঙ্গে অবাঞ্ছিত ঘটনা ঘটল।
জানা যায়, ভক্তের দ্বারা হয়রানির শিকার হতে হল তাঁকে। বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। এর পরেই অপটাস স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২৩ নভেম্বর ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওয়াসিম।
এসময় এক দর্শক এসে ওয়াসিমকে গালিগালাজ শুরু করে। পরে ওয়াসিমও ওই দর্শকের ওপর ক্ষোভ ঝাড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠা শুরু করলে নিরাপত্তাকর্মীরা দ্রুত হাজির হয়ে ওই দর্শককে সরিয়ে দেয়।
এই উদ্বেগজনক ঘটনার পরও, ক্রিকেট কর্মকর্তারা দ্রুত নির্দেশনা দেন যে আক্রমের প্রতি বর্ণবৈষম্যমূলক ব্যবহারের কোনও প্রমাণ নেই, তবে টেস্টের বাকি দিনগুলিতে সকলের সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর প্রয়োজনীয়তা স্বীকার করা হয়েছে।
২০১১ সালে শানিয়েরা থম্পসনের সঙ্গে ওয়াসিম আক্রমের বিয়ের পর থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত আক্রম স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ভালভাবে অবগত। উদ্বেগজনক এই ঘটনার পর, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং স্টেডিয়াম ব্যবস্থাপনা একযোগে সক্রিয় ভূমিকা নেয় সকল সদস্য এবং অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে।