স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৬ এএম
ফুটবলে একজন কম মানে লড়াইয়ে পিছিয়ে পড়া। সেই সঙ্গে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপটও। সেটাই আরেকবার দেখলো বার্সেলোনা। রাতে সেল্টা ভিগোর দুই গোলে এগিয়ে থাকে বার্সা, জয়টা ছিলো সময়ের অপেক্ষা। কিন্তু ৮২ থেকে ৮৬-এই চার মিনিটের ঝড়ে এলোমেলো সব। দুই গোলে এগিয়ে থেকেও একজনকে হারিয়ে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে সেল্টা ভিগোর বিপক্ষে পয়েন্ট হারায় হ্যান্সি ফ্লিকের দল। লা লিগার ম্যাচটি শেষ হয় ২-২ গোলের সমতায়।
এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে লা লিগায় পয়েন্ট হারাল বার্সেলোনা। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রিয়াল সোসিয়েদাদ তাদের হারিয়েছিল ১-০ গোলে। তবু ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার এক নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ। পরের দুই ম্যাচ জিতলে বার্সার সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে কমিয়ে আনার সুযোগ পাবে তারা।
২০২১ সালের নভেম্বরের পর এবারই প্রথম লা লিগার কোনো ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারাল বার্সেলোনা। সেবার ৩-০ গোলে এগিয়ে থেকে তারা ৩-৩’এ ড্র করে সেল্তা ভিগোর সঙ্গেই। চোটের জন্য লামিনে ইয়ামালকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলা বার্সা ১৫ মিনিটে এগিয়ে যায় রাফিনিয়ার গোলে। এই মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে তার গোল ১৩টি, অ্যাসিস্টও করেছেন ১০টি।
৪১তম মিনিটে দুরূহ কোণ-থেকে রবার্ট লেভানদোস্কি বল জালে পাঠালেও অফসাইডের জন্য গোল হয়নি। তবে ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভাই। এই মৌসুমে কাতালানদের হয়ে ১৮ ম্যাচে ২০ গোল তার। ৭৭তম মিনিটে রাফিনিয়ার শট ফিরে আসে পোস্টে লেগে।
৮২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা মিডফিল্ডার কাসাদো। এর দুই মিনিট পর জুলস কুন্দে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর এক গোল ফেরান গনসালেস। ৮৬তম মিনিটে ছয় গজ বক্সের কোণা থেকে গোল করে ২-২ সমতা ফেরান আলভারেস।