images

স্পোর্টস / ক্রিকেট

আজ আইপিএলের মেগা নিলাম, কখন-কোথায় দেখবেন 

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর ২০২৪, ১০:০৮ এএম

ক্রিকেট বিশ্বে সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের আগামী আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। সেই আসরের আগে আজ থেকে ২৪ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। দু’দিনব্যাপি এই নিলামে তোলা হবে মোট ৫৭৪ জন ক্রিকেটারকে। এর মধ্যে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার আছেন। ক্রিকেট প্রেমীদের শুধু নিলাম শুরুর অপেক্ষা। এর আগে জেনে নেওয়া যাক দর্শকরা কখন-কিভাবে দেখবেন সেই মেগা নিলাম।

আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে শুরু হবে মেগা নিলাম। বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় শুরু হবে নিলাম। বাংলাদেশি ও ভারতীয় দর্শকরা স্টার স্পোর্টস নেটওয়ার্কে পুরো আয়োজন সরাসরি দেখার সুযোগ পাবেন। এছাড়াও জিও সিনেমা অ্যাপের মাধ্যমে অনলাইনেও মেগা নিলাম উপভোগ করতে পারবেন দর্শকরা।

কোন দলের পকেটে কত টাকা-

দল গঠনের জন্য প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ১২০ কোটি রুপি করে বাজেট বেঁধে দেয়া হয়েছিল। রিটেনশনের জন্য সবচেয়ে কম খরচ করেছে পাঞ্জাব কিংস। মাত্র সাড়ে ৯ কোটি রুপি দিয়ে তারা শশাঙ্ক সিং ও প্রবসিমরান সিংকে ধরে রেখেছে। অর্থাৎ ১১০.৫ কোটি রুপি পকেটে নিয়ে অকশনে বাজিমাত করার সুযোগটা তাদেরই। দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ কোটি রুপি গচ্ছিত আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে। বাকি দলগুলোর মধ্যে মুম্বাইয়ের ৪৫, কলকাতার ৫১, চেন্নাইয়ের ৫৫, রাজস্থানের ৪১, দিল্লির ৭৩, গুজরাটের ৬৯, লখনৌর ৬৯ ও হায়দরাবাদের অবশিষ্ট আছে ৪৫ কোটি রুপি।

আগ্রহের কেন্দ্রে কারা-

গত নিলামে রেকর্ড প্রায় ২৫ কোটি রুপিতে কলকাতা কিনেছিল মিচেল স্টার্ককে। এবার কি এতবেশি দাম পাবেন কেউ? মার্কি খেলোয়াড়দের নিয়ে কিন্তু আগ্রহ আছে যথেষ্ট। দলগুলোর আগ্রহের ভিত্তিতে নিলামে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের দুটি সেট করা হয়েছে, তাদের বলা হচ্ছে মার্কি খেলোয়াড়। প্রথম সেটে থাকা জস বাটলার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কাগিসো রাবাদা, আর্শদীপ সিং আর মিচেল স্টার্ক-এর দাম কত পর্যন্ত পৌঁছায় সেটাই দেখার।

বাংলাদেশের আছেন ১২ জন-

আইপিএল নিলামে আছেন বাংলাদেশের ১২ জন। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাসে আছেন যথারীতি। তারা আগেও খেলেছেন আইপিএল। তাদের সঙ্গে নিলামে আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে সাত মৌসুম আইপিএলে খেলেছেন তিনি। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। আর অন্যদের ৭৫ লাখ রুপি।

গতবার আইপিএলে মাঝপথ থেকে ফিরে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার কেউ দল পেলেও কি এমন কিছু হবে? গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘‘নিলামটা হোক দেখি রেসপন্সটা কেমন যদি ওরা সুযোগ পায় এটা দেশের জন্য ভালো। যদি দেশের খেলা না থাকে আমি এটা স্বাগতই জানাবো, আসলে ওরা খেলতে পারে যদি চান্স পায়।’’