images

স্পোর্টস / ক্রিকেট

সাবেক ক্রিকেটারকে ব্যঙ্গ করে শামি বললেন, ‘বাবার জয় হোক’

স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

গত বছর ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন মোহাম্মদ শামি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। শামি দুর্দান্ত পারফর্ম করার পরও বিশ্বকাপ জেতা হয়নি ভারতের, সেই সাথে দুর্দশা সঙ্গী হয়েছে এই পেসারের।

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই শুরু চোটের সঙ্গে শামির লড়াই। বিশ্বকাপেই তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। টুর্নামেন্ট শেষে অস্ত্রোপচার করাতে হয় তাকে, এরপর থেকে শুরু হয় পুনর্বাসন। চোটের কারণে আইপিএলে থেকে শুরু করে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হয়নি এই পেসারের।

গোড়ালির চোট থেকে সুস্থ হয়ে ওঠার এই যাত্রায় দীর্ঘ প্রায় এক বছর প্রতিযোগীতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন শামি। এমনকি আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের স্কোয়াডেও নেই তিনি।

চোট থেকে সুস্থ হয়ে শামি গত সপ্তাহে মাঠে ফিরেছেন। প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরেই নিজের পারফর্ম্যান্স দিয়ে জানিয়ে দিয়েছেন, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও ফুরিয়ে যাননি তিনি, দুই ইনিংসে তিনি নিয়েছেন ৭ উইকেট, জিতেছে তার দলও।

এদিকে চোট থেকে ফিরেই দুর্দান্ত পারফর্ম করলেও আসন্ন আইপিএলের মেগা নিলামে শামির দাম কমবে বলে জানিয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। শামির দাম কেনো কমবে তা ব্যাখ্যা করে মাঞ্জরেকার বলেছিলেন, ‘বিভিন্ন দল অবশ্যই আগ্রহ দেখাবে। কিন্তু শামির চোটের ইতিহাস এবং সাম্প্রতিক চোট থেকে সেরে উঠতেও বেশ সময় লেগেছে। তাই মৌসুমের মাঝে আবারও এমন কিছুতে ভোগার শঙ্কাটা থাকে। এখন কোনো ফ্র্যাঞ্চাইজি যদি তার পেছনে অনেক বিনিয়োগ করে মৌসুমের মাঝপথে হারিয়ে ফেলে, তাহলে বিকল্পও কমে আসে। এসব কারণে তার দাম কমতে পারে।’

মাঞ্জরেকারের এমন মন্তব্য ভালোভাবে নেননি শামি। সাবেক এই ক্রিকেটারকে নিয়ে ব্যঙ্গ করেন শামি, মাঞ্জরেকারকে সাধু-সন্ন্যাসীদের মতো বাবা সম্বোধন করে তিনি বলেন, ‘বাবার জয় হোক। কিছু জ্ঞান নিজের ভবিষ্যতের জন্যও জমিয়ে রাখুন, কাজে লাগবে সঞ্জয়জি? কারও ভবিষ্যৎ জানার দরকার হলে স্যারের সঙ্গে দেখা করুন।’