স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
আর একদিন পর শুরু হচ্ছে বোর্ডার গাভাস্কার ট্রফি। ঘরের মাঠে এ সিরিজে ভারতের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। গত দুবার অজি সফরে ভারত ঐতিহাসিক টেস্ট জয় করলেও এবার রোহিতদের দুশ্চিন্তায় একাধিক ক্রিকেটারে ইনজুরি। শেষ মূহুর্তে দ্বিতীয়বারের মতো বাবা হওয়া প্রথম টেস্ট থেকে ছুটি নিয়েছে রোহিত। এদিকে গিলও আঙুলে চিড়ের জন্য ছিটকে গিয়েছেন। এরপরও এই দুই দেশের ক্রিকেটারদের মহারণ দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমীরা।
এদিকে এই সিরিজ ভারতের জন্য মহাগুরুত্বপূর্ণ, কেননা এই সিরিজের ওপর চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করছে রোহিতদের। ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সাবেক অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, এবার ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। আইসিসি রিভিউ অনুষ্ঠানে এই ভবিষ্যদ্বাণী করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
রিকি পন্টিং অস্ট্রেলিয়া-ভারতের উত্তেজক প্রতিদ্বন্দ্বিতাকে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের সাথে তুলনা করেছেন, নিশ্চিত করেছেন যে উভয়ই ক্রিকেটের সবচেয়ে চিত্তাকর্ষক দৃশ্য সৃষ্টি করে। আইসিসি রিভিউ শোতে এক আলোচনায় পন্টিং অ্যাশেজের ১৪২ বছরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন, পাশাপাশি বোর্ডার-গাভাস্কার ট্রফির উত্থানকে সুনির্দিষ্টভাবে প্রতিযোগিতামূলক ব্যাপারগুলোর মধ্যে উল্লেখ করেন।
ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে উল্লেখযোগ্য আধিপত্য প্রতিষ্ঠা করেছে, গত চারটি সিরিজ জয়ী হয়েছে, যা অস্ট্রেলিয়ার মাটিতে উল্লেখযোগ্য বিজয়ও অন্তর্ভুক্ত করেছে। ২০১৬-১৭ সিরিজের পর থেকে ভারত ট্রফিটি দৃঢ়ভাবে ধরে রেখেছে, যা আসন্ন সিরিজকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।
পন্টিং সিরিজটি নিয়ে তার উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন, এটি উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট প্রদর্শন করবে। 'আমি নিশ্চিত নই যে মসলাযুক্ত শব্দটি সঠিক, তবে এই ম্যাচটি এমন একটি অনুভূতি নিয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দুটি শীর্ষ দল একটি অপরের কাছে কোনো জমি ছাড়তে রাজি হবে না।'
অস্ট্রেলিয়া-ভারত প্রতিদ্বন্দ্বিতার উল্লেখ করে বলেন, এক ইঞ্চি না ছাড়ার প্রবণতা এবং প্রতিটি প্রতিযোগিতায় জিতার প্রতি তৃষ্ণা এই অসাধারণ প্রতিদ্বন্দ্বিতার মূল বিষয়। অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হওয়া সত্যিই বিশ্বের ক্রীড়া আঙিনায় যেকোনো প্রতিদ্বন্দ্বিতার মতো আকর্ষণীয়, যা শুধু ক্রিকেটের বাইরেও প্রসারিত