images

স্পোর্টস / ফুটবল

নেইমারের দলে ফেরা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ জিতলেও নভেম্বরে এসে ফের খেই হারিয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করার পর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিতেও জিততে পারেনি সেলেসাওরা। টানা দুই ম্যাচ জয়হীন থাকায় পয়েন্ট টেবিলে পাঁচে নেমে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দলের পারফর্ম্যান্সের যখন এমন অবস্থা তখন নেইমারকে দলে পেতে মুখিয়ে আছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে সবথেকে বেশি গোল করার রেকর্ডটি এখন নেইমারেরই। এমনকি সবথেকে বেশি এসিস্টও করেছেন তিনি। নেইমার গত এক বছর ধরে মাঠের বাইরে থাকায় ভিনিসিয়ুস জুনিয়রের সামনে সুযোগ এসেছিল নিজেকে প্রমাণ করার। তবে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ভিনি জাতীয় দলের জার্সিতে ছন্দ খুঁজে পাচ্ছেন না।

এমন অবস্থায় তাই নেইমারকেই প্রয়োজন ব্রাজিলের। তবে গত এক বছর চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমার কদিন আগেই আবার সুস্থ ফিরেছেন। কিন্তু ফের চোটের কারণে ছিটকে যেতে হয়েছে মাসখানেকের জন্য। ফলে জাতীয় দলের হয়ে এ বছর আর ফেরা হলো না তার। তবে এ বছর না হলেও আগামী বছর তাকে পেতে মুখিয়ে আছেন ব্রাজিলের কোচ দরিভাল।

আজ উরুগুয়ের বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিলের কোচ বলেন, তার প্রতি আমার মুগ্ধতা আমি কখনোই লুকিয়ে রাখিনি। আমরা সবাই জানি সে কতটা সক্ষম। আমি চাই সে এমন সময়ে দলে ফিরুক যখন দল তাকে সমর্থন করতে পারবে। আমি আশা করি যে মার্চ মাসে বা পরের বছর সে আবার ফিরবে। আমরা চাই সে যেন পুরোপুরি ফিট থাকে যাতে তার সেরাটা খেলতে পারে।

নেইমার ফিরলে ব্রাজিলের পারফর্ম্যান্স আরও ভালো হপবে জানিয়ে নেইমার বলেন, নেইমারকে পেলে জাতীয় দলের পারফরম্যান্স আরও ভালো হবে তাতে আমার কোনো সন্দেহ নেই। আমি মনে করি যে তখন (আগের আন্তর্জাতিক বিরতিতে) তার ফেরার চিন্তা করা খুব তাড়াতাড়ি হয়ে যেত। যদি সে ফিট হয়, তবে সে এরমধ্যেই আমাদের প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে।