images

স্পোর্টস / টেনিস

একজন ভালো মানুষ হিসেবে সবার স্মৃতিতে থাকতে চান নাদাল

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

টেনিসের সর্বকালের সেরাদের তালিকা করলে রাফায়েল নাদালের নাম থাকবে তালিকার একেবারে উপরের দিকেই। স্প্যানিশ এই তারকা তার ক্যারিয়ারে জিতেছেন ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা। তার উপরে ২৪টি গ্র্যান্ডস্লাম জিতে আছেন কেবল নোভাক জোকোভিচ।

তারকা এই টেনিস খেলোয়াড় ক্যারিয়ার শেষ বছরগুলো খুব একটা স্বস্তিতে কাটাতে পারেননি। গত কয়েকবছর ধরেই ক্রমাগত চোটের সঙ্গে লড়তে হয়েছে তাকে। অবশেষে পেরে না ওঠায় ডেভিস কাপ দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন রাফায়েল নাদাল। সেখানে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে নাদাল অধ্যায়। নেদারল্যান্ডস স্পেনকে বিদায় দেওয়ায় ৩৮ বছর বয়সীর পেশাদার টেনিসের শেষটাও হয়েছে এখানেই। 

ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ডস্লাম ছাড়াও টেনিসে তার অবদান ও অর্জন অসামান্য। তবুও নাদাল চান, মানুষ যেন তাকে মনে রাখে একজন ভালো মানুষ হিসেবে। বিদায় বেলায় তিনি বলেন, ‘আমি চাই মানুষ আমাকে এভাবে মনে রাখুক, যে কি না তার স্বপ্নকে ছাড়িয়ে গিয়েছিল। যে জীবনটা আমি যাপন করেছি, তাতে বলতেই হয় আমি খুব ভাগ্যবান। আর টেনিসের কারণেই অবিস্মরণীয় সব স্মৃতি জমা হয়েছে ভান্ডারে।’

কঠোর পরিশ্রম করেই তিনি স্বপ্নের পেছনে ছুটেছেন জানিয়ে নাদাল বলেন, ‘আমি সেই সাধারণ ছেলে, যে কিনা স্বপ্নের পেছনে ছুটেছে সব সময়, যতটা সম্ভব কঠোর পরিশ্রম করে আমি আজ যেখানে দাঁড়িয়ে, সেখানে এসেছে। তবে আমি চাই মানুষ আমাকে বেশি মনে রাখুক মায়োর্কার ছোট এক গ্রাম থেকে আসা একজন ভালো মানুষ হিসেবে।’

ডেভিস কাপে ২৯ ম্যাচ পর এসে হারের স্বাদ নিতে হয়েছে তাকে। হার দিয়ে ডেভিস কাপ ক্যারিয়ার শেষ করা নিয়ে নাদাল বলেন, ‘এক দিক দিয়ে দেখলে ভালোই হয়েছে। এটা তো আমার শেষ ম্যাচ। ডেভিস কাপে আমার প্রথম ম্যাচেও হেরেছিলাম, হারলাম শেষ ম্যাচেও। বৃত্তটা পুরো হলো।’