স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম
কিংবদন্তি মার্কিন বক্সার মাইক টাইসন পেশাদার বক্সিংয়ে ফিরলেন প্রায় ২০ বছর পর। তবে তার ফেরাটা সুখকর হলো না। ইউটিউবার থেকে বক্সার বনে যাওয়া জ্যাক পলের বিরুদ্ধে বহুল আলোচিত ম্যাচটি হেরেছেন কিংবদন্তি এই বক্সার। ৭৪-৭৮ ব্যবধানে টাইসনকে পরাজিত করেছেন জ্যাক পল।
এনএফএলের দল ডালাস কাউবয়েজ স্টেডিয়ামের রিংয়ে আজ মুখোমুখি হয়েছিলেন এ দুই তারকা বক্সার। নেটফ্লিক্সের প্রযোজনায় আয়োজিত হয় ম্যাচটি। ২০০৫ সালে অবসর নেওয়ার পর এই প্রথম পেশাদার বক্সিং ম্যাচ খেললেন টাইসন।
এদিকে প্রতিদ্বন্দ্বী জ্যাক পলের সঙ্গে টাইসনের বয়সের পার্থক্য ৩১ বছরের। ২৭ বছর বয়সী জ্যাক একসময় ছিলেন ইউটিউবার, পরে বক্সিংয়ে নাম লেখান তিনি।
বুড়ো টাইসন তরুণ পলের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম দুই রাউন্ডে ভালোই লড়েছেন। তবে ছন্দ ধরে রাখতে পারেননি কিংবদন্তি এই বক্সার। শুরুতে টাইসনের কাছে কয়েকবার কুপোকাত হলেও পরে ঠিকই টাইসনের উপর চড়াও হন পল। শেষ পর্যন্ত তিনিই ম্যাচটি জিতে নিয়েছেন।
বছরের সবথেকে বড় বক্সিং ম্যাচ বনে যাওয়া এই লড়াই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল তুমুল আলোচনা। তবে ম্যাচ শেষে একে অপরকে প্রশংসায় ভাসিয়েছেন এ দুজন। পল টাইসনকে সর্বকালের সেরা বলে অভিহিত করেন। টাইসনও পলকে ভালো বক্সার আখ্যা দেন।