images

স্পোর্টস / ক্রিকেট

বিপিএলে যেসব চমক থাকছে, জানালেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশে সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট এটি। তবে ২০ ওভারের এই ক্রিকেট নিয়ে থাকে বেশ আলোচনা-সমালোচনা। এবার বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও ঘরোয়া এই টুর্নামেন্টকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বিসিবি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিচ্ছেন বিভিন্ন পরিকল্পনা। ইতোমধ্যে এই বিষয়ে কাজও শুরু হয়েছে। আজ বিসিবির এক ভিডিও বার্তায় সেসবের একটি রূপরেখা দেন ফারুক আহমেদ। 

বিসিবির ভিডিও বার্তায় ফারুক আহমেদ বলেন, ১০ বছরে বিপিএল সেই মানে যেতে পারেনি। এবার আমরা অনেক কিছুতে পরিবর্তন আনব। টিকিটের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা শুরু করব। মাঠে দর্শকরা বিনামূল্যে যেন পানি খেতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। থাকবে হক আই, ডিআরএসের মতো উন্নত প্রযুক্তিগুলো। সম্প্রচারের ক্ষেত্রেও আমরা খেয়াল রাখছি যেন সেটি মানসম্মত হয়। বিদেশি আম্পায়ার, ভালো মানের ধারাভাষ্যকার আনার ব্যাপারে আলোচনা করছি আমরা। এগুলো খেলার মান বাড়ায়।

পরিবেশ ঠিক রাখা নিয়ে বিসিবি প্রধান জানান, মাঠ যাতে নোংরা না হয় এবং স্টেডিয়ামের আশপাশ পরিষ্কার রাখা থাকে, সেই ব্যাপারেও সচেতনতা থাকবে। 

বিপিএলে অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ অনেক দিনের। এবার নতুন করে সাজানো হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। জমকালো আয়োজনে তাক লাগিয়ে দিতে চায় বিশ্বকে। শুধু মাঠের ক্রিকেটেই নয়, খেলার বাইরেও বিপিএল হয়ে উঠবে বড় বড় তারকাদের মিলনমেলা।

আন্তর্জাতিক মাত্রায় নিয়ে যেতে বিদেশি সেলেব্রিটিদের আনা হবে, হওয়ার কথা রয়েছে মনোমুগ্ধকর উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান। এছাড়া বিশ্বের সেরা সেরা মানুষের ধুলো পড়তে পারে বাংলাদেশে, বিপিএলের বদৌলতে।