স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
গতকাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। ৫ উইকেটের পরাজয়ে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত সিরিজের এই শেষ ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার।
বাংলাদেশের হয়ে সাদা পোশাকে আরও আগে থেকেই নিয়মিত খেলছিলেন তরুণ পেসার রানা। গতির ঝড় তুলে প্রতিপক্ষ ব্যাটারদের বেকায়দায় ফেলতে পটু তিনি। এবার টাইগারদের হয়ে রঙিন পোশাকেও অভিষেক হয়ে গেলো।
একদিনের ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন রানা। দারুণ গতিময় বোলিংয়ে আফগান ব্যাটারদের পরাস্ত করেছেন তিনি। ১০ ওভার বল করে ১টি মেইডেন নিয়েছেন তরুণ এই পেসার, নিয়েছেন ২টি উইকেট। আফাগান ওপেনার সাদিকুল্লাহ অতলকে বোল্ড করা বলটি রানা করেছিলেন ১৪৭ কিলোমিটার গতিতে। এছাড়া গুলবদিন নাইবকে তিনি ফেরান উইকেটকিপারের ক্যাচে পরিণত করে।
বাংলাদেশ হারলেও ম্যাচশেষে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সের কন্ঠে ছিল রানাকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা। তিনি বলেন, ‘রানা আজ অবিশ্বাস্য রকম ভালো বল করেছে। গতি কিনতে পাওয়া যায় না। আপনি কাউকে জোরে বল করতে শেখাতেও পারবেন না। রানার গতিটা প্রকৃতিদত্ত। আমরা চেষ্টা করব, তাকে ঘষেমেজে আরও ভালো বোলার বানানোর। অসামান্য প্রতিভাধর সে, সে সব সময়ই চায় জোরে বল করতে। আমি তো এমন কিছু দেখতেই ভালোবাসি।’
এছাড়া আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সিমন্স বলেন, ‘আসলে দক্ষিণ আফ্রিকার সাথে দুই টেস্টের সিরিজ ভালো যায়নি, এখানেও ভালো সিরিজ যায়নি। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে এখানকার মত কন্ডিশনই থাকবে। সেন্ট ভিনসেন্টে কেমন কন্ডিশন আমি আসলে তা বলতে পারছি না। টেস্ট খেলা অ্যান্টিগা আর জ্যামাইকাতে। ছেলেরা সিরিজের জন্য মুখিয়ে আছে।’