images

স্পোর্টস / ক্রিকেট

বিসিবির নতুন বোর্ডে পুরনো ভূত: স্পন্সরশিপের অর্থ নিয়ে লুকোচুরি

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ। শুরুতে যতটা আকর্ষণ ছিল এই টুর্নামেন্টে, সময়ের স্রোতে তা যেন তলানিতে ঠেকেছে। তবে এবার রাজনৈতিক পট পরিবর্তনের ছোয়ায় লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। পাপন অধ্যায়ের যুগ শেষে পরিচালক পরিষদ থেকে শুরু করে গভর্নিং বোর্ডে পরিবর্তন এসেছে। নতুন বিসিবি বোর্ডের অধীনে ভিন্ন আয়োজনে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর হওয়ার অভাস দিয়েছে বিসিবি।

তবে বদলায়নি বিসিবির আগের রুপ। নতুন বোর্ডের সেই পুরনো ভূত। আজ মিরপুর-শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে লোগো উন্মোচন, সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপ প্রতিষ্ঠানের নাম জানিয়েছে বিসিবি। তবে আগের আমলের মতো এবারও প্রকাশ করা হয়নি সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপের টাকার অংক। 

আগের আসরগুলোতে গোপন রাখা হতো সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপে টাকার অর্থ। এবারও নতুন বিসিবির হাত ধরেই দেখা মিললো একই চিত্র। এদিকে বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমকালো বলা হয় আইপিএলকে। তাদের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ সম্প্রচার স্বত্ব থেকে পাওয়া অর্থ প্রকাশ করে থাকে প্রতি আসরে। আর বিপিএলের  স্পন্সরশিপের অর্থ নিয়ে বিসিবির কেন এতো লুকোচুরি!

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিনকে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান। বলেছেন, ‘এটা বিজনেস সিক্রেট। তবে যথাসময়ে প্রকাশ করা হবে।’

এদিকে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এ ইস্যুতে বলেন, ‘হিসেব দেয়ার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। ব্যক্তিগতভাবে খুব সাদাসিধে থাকতে পছন্দ করি, স্বচ্ছ থাকতে পছন্দ করি। বোর্ড কী চাচ্ছে তা নিয়ে আমি এখনও নিশ্চিত নই। আমার বলতে খুব ভালো লাগবে যে আমরা ১০০ কোটি টাকা লাভ করেছি। ১০০ কোটি লাভ হলে ৫০ কোটি বলবো না, আমি ১০০ কোটিই বলবো যদি লাভ করতে পারি। মনে করি, এটা খোলামেলা থাকাটাই ভালো, সেই চেষ্টায় থাকবো।’

বিপিএলের ১১তম আসরের স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংক, সাথে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ্-বাংলা ব্যাংকেরই দুটি গ্রাহকপ্রিয় সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ। আজ ০৬/১১/২০২৪ বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে লোগো উন্মোচনের মাধ্যমে এ সংবাদ জানানো হয়। বিপিএল-এর এই ১১তম আসরের নাম ‘ডাচ্-বাংলা ব্যাংক বিপিএল টি-টুয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’।

উল্লেখ্য ২০১২ সালে শুরু হওয়া টি-টুয়েন্টি ক্রিকেটের জমকালো টুর্নামেন্ট বিপিএল-এর এবার ১১তম আসর। চলবে ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে, খেলবে ৭টি দল। খেলাগুলি সরাসরি দেখা যাবে টিস্পোর্টস, গাজী টিভি, টিস্পোর্টস অ্যাপ ও RabbitholeBd অ্যাপে।