স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলে ভারত। এই পাঁচটি টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দরজায় থাকত ম্যান ইন ব্লুরা। একই সঙ্গে ছিলো টানা তৃতীয় বার ফাইনালে ওঠার হাতছানি। বাংলাদেশকে ২-০ ব্যবধানে ধবল ধোলাই পর বাকি ছিলো তিনটি টেস্ট ম্যাচ জেতার। কিন্তু ভারতের নিজেদের দুর্গে চুরমার করে দিয়েছে নিউজিল্যান্ড। রোহিত-কোহলিদের ঘরের মাঠে ৩-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। আর তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই জমিয়ে তুলেছে কিউইরা। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভবনা কঠিন হয়ে গেছে রোহিতদের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের খেলা চলছে। এর আগের দুই চক্রেই ফাইনালে খেলেছে ভারত। একমাস আগেও পয়েন্ট তালিকায় শীর্ষে জায়গা পাকা করে তৃতীয়বারে মতো ফাইনাল খেলার সুযোগ তৈরি করে ছিলো ভারত। তবে কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান কমে গেছে ভারতের। এখন দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যান ইন ব্লুরা। শীর্ষে অস্ট্রেলিয়া। এছাড়া তিন ও চার নম্বরে থাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে।
সামনেই অস্ট্রেলিয়া সফর ভারতের। সেখানে যাওয়ার আগে চিন্তা বাড়ল ভারতীয় দলের। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৬২.৫০। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই শীর্ষে থাকা দুই দল বিশ্বকাপের ফাইনাল খেলে।
এই সিরিজের আগে ১১টি টেস্টের মধ্যে আটটি জিতেছিল ভারত। কিন্তু কিউই সিরিজর পর ভারত ১৪টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, পাঁচটি হেরেছে ও একটি ড্র করেছে। ভারতের পয়েন্ট ৯৮। কিন্তু রোহিতদের পয়েন্টের শতাংশ অস্ট্রেলিয়ার থেকে কম। ৫৮.৩৩ শতাংশ।
তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। নয়টি টেস্টের মধ্যে পাঁচটি জিতেছে তারা। হেরেছে চারটি। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬ শতাংশ। ভারতকে চুনকাম করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আবার ফিরে এসেছে নিউজিল্যান্ড। ১১টি টেস্টে তারা জিতেছে ছয়টি। হেরেছে পাঁচটি। টম লাথামদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫। ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এই দুই দল।
ঘরের মাঠে সিরিজ হারলেও এখনও টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ রয়েছে ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ জিততে হবে। তবে লড়াই কঠিন রোহিতদের। কারণ, দেশের মাঠে এই লজ্জার হারের ধাক্কা কাটিয়ে ফিরতে হবে তাঁদের। সেটা করা সহজ হবে না।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ভারতের সামনে যে সমীকরণ:
টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ভারতের বাকি আছে আর ৫ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির ৫ ম্যাচ বাকি আছে রোহিতদের। শীর্ষ দুইয়ে থেকে এবারের চক্র শেষ করে ফাইনালে জায়গা করে নিতে হলে আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অজিদের ৪-১ ব্যবধানে হারাতে হবে। সেই সঙ্গে স্লো ওভার রেটের কারণে যদি এসব ম্যাচ থেকে পয়েন্ট না হারায় তাহলে ভারতের পয়েন্ট হবে ৬৪.০৪ শতাংশ।
যদি তা করতেও ব্যর্থ হয় ভারত, অন্যান্য দলের অনুকূল ফলাফলের উপর নির্ভর করতে হবে রোহিতদের। ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা উভয়ের সঙ্গেই খেলবে। এছাড়া ভারতের তৃতীয় বারের মতো ফাইনাল খেলার জন্য তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড- ইংল্যান্ডের ম্যাচের দিকেও।