স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ১১:২৭ পিএম
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগের বারের মাঠ, একই প্রতিপক্ষ, সেই ফাইনাল। সেই সঙ্গে স্বাগতিক দর্শকদের উল্লাসের বিপরীতে স্নায়ুযুদ্ধে টিকে থাকার এক লড়াই। বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দু’বছর আগের স্মৃতি পুনরায় ফিরিয়ে আনলো সাবিনার দল। সেইসাথে সঙ্গী হলো নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসরে টানা দুই বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা উঁচিয়ে ধরার গর্ব।
দুর্দান্ত এই জয়ে সাবিনা-ঋতুপর্ণাদের অভিনন্দন জানিয়েছেন নতুন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমন জয়ের পর চারদিক থেকে অভিনন্দন পাচ্ছেন সবাই। দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বুধবার দুপুরে ট্রফি নিয়ে দেশে ফিরছেন পিটার বাটলারের দল।
এর আগে সাফজয়ী নারী দলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। নারীদের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবিও।
এদিন ম্যাচের ৫২ মিনিটে মনিকা চাকমা বাংলাদেশকে এগিয়ে নেন। তবে বাংলাদেশের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র চার মিনিট পর আমিশা কারকি গোল করে নেপালকে সমতায় ফেরান। অবশেষে ৮০ মিনিটে ঋতুপর্ণা চাকমা বিজয়ী গোলটি করেন। এই গোলে নেপালের রাজধানীর ১৫,০০০ দর্শক নির্বাক হয়ে যান। ২০২২ সালে প্রথম সাফ শিরোপা জয়ের পর টাইগ্রেসরা এবারও সাফের শিরোপা ধরে রাখলো।
বাংলাদেশের কোচ পিটার বাটলার ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছিলেন। আগের ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। তিনি সুস্থ হয়ে ফিরে মোসাম্মৎ সাগরিকার জায়গায় খেলেন।
বাংলাদেশ টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। এরপর পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে নেপালের মুখোমুখি হয়। ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তি ঘটল। গতবারের মতো এবারও নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।