images

স্পোর্টস / ক্রিকেট

গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছে রংপুর, এক নজরে দেখে নিন সূচি

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সসহ ৫টি দেশের ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগের কথা ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। পাঁচটি দেশের বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। আর এই আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো দল।

এর আগে এই টুর্নামেন্টের নাম ছিলো চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টি। এবার নাম পরিবর্তন করে এসেছে গ্লোবাল সুপার লিগ। নভেম্বরের ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শুরু হতে চলা এই প্রতিযোগিতায় পুরস্কার মুল্য রাখা হয়েছে ১মিলিয়ন ডলার। 

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হলেও অল্প সময়ের নোটিসে খেলতে রাজি নয় তারা। রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স একেবারেই লাপাত্তা। এ কারণে বিপিএলের তৃতীয় দল রংপুর রাইডার্স খেলবে এই লীগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আগেই ইঙ্গিত দিয়েছেন রংপুরের কথা।

অবশেষে গ্লোবাল সুপার লিগে বিপিএলের একবারের চ্যাম্পিয়নদের খেলার বিষয়টি চূড়ান্ত। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কমিটি। রংপুরের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম আসরের বাকি চারটি দলও চূড়ান্ত হয়েছে। স্বাগতিক হিসেবে খেলতে দেখা যাবে ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে। 

আগামী ২৬ নভেম্বর গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের পর্দা উঠবে। ৭ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এই আসরের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। যেখানে সবার সঙ্গেই সবার খেলা থাকবে গ্রুপ পর্বে।

এক নজরে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সূচি-

তারিখ

ম্যাচ

২৭ নভেম্বর

 রংপুর রাইডার্স-হ্যাম্পশায়ার হকস

১ ডিসেম্বর

রংপুর রাইডার্স - ভিক্টোরিয়া

৪ ডিসেম্বর

রংপুর রাইডার্স - গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স

৫ ডিসেম্বর

রংপুর রাইডার্স - লাহোর কালান্দার্স