images

স্পোর্টস / ক্রিকেট

সাকিবের বিপিএল খেলা নিয়ে যা বলছে চিটাগাং কিংস

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত বছরের মতো এবারও বিপিএলে অংশ নেবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে নাম ও মালিকানা বদল হয়েছে তিনটির—ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর। যেখানে ঢাকা খেলবে ঢাকা ক্যাপিটালস নামে, চট্টগ্রাম খেলবে চিটাগং কিংস নামে। এবার নতুন সংযোজন হয়েছে দুর্বার রাজশাহী। সাত দলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল আজ। 

এর আগে গতকাল ড্রাফটে নাম লেখানো খেলোয়াড়দের নাম প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও সাতটি ফ্রাঞ্জাইজি যেসব খেলোয়াড়দের ধরে রাখতে চায় সেসব খেলোয়াড়দের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ও খেলোয়াড়দের ধরে রাখতে চায় তাদেরও তালিকা প্রকাশ করা হয়। সেখানে সাকিবের রাজনীতি ইস্যুতে মামলা থাকায় দেশে ফেরা নিয়ে শঙ্কার পরও সরাসরি নতুন ফ্রাঞ্জাইজি চিটাগং কিংসের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসানকে। 

টাইগার অলরাউন্ডার সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলে অংশ নিতে পারবেন বিপিএলে? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এই অবস্থায় চিটাগং কিংসের মালিকপক্ষ থেকে জানান, সাকিব দেশে ফিরবেন বলেই তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি সামির কাদের চৌধুরী সাকিব ইস্যুতে গণমাধ্যমকে বলেন, ‘সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে, সে খেলতে পারবে বাংলাদেশে, তখন আমরা চুক্তি করেছি। এছাড়া আমরা রংপুরের সঙ্গেও আলাপ করেছি সাকিবের সাথে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকে ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশা করি, তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

আসন্ন বিপিএলে দল গঠনে সাকিবের ভূমিকার কথাও জানিয়ে তিনি বলেন, ‘সে (সাকিব) দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছে।’

এই আসরে চট্টগ্রাম প্রত্যাশা করছে দারুণ কিছু করার। সামির বলেন, ‘সবার সম্মিলিত পরিকল্পনায় দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর ধরে অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশাকরি, সবার আশা পূরণ করতে পারবো।’

চিটাগং কিংস:

সরাসরি চুক্তিতে:  সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলঙ্কা), মঈন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)। 

ড্রাফট থেকে:  শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন,  খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও'কর্নেল  (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।