images

স্পোর্টস / ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পিএম

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে ইংল্যন্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। স্কোটিশদের বিপক্ষে জয়ের দারুণ সুযোগ তৈরি করেও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ বাঁচা-মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কেননা সেমিতে যেতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের।

আর জিততে না পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ হয়ে থাকবে আনুষ্ঠানিকতা রক্ষার। এমন সমীকরণ নিয়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে দুই ম্যাচ খেলে একটি জয়ে বাংলাদেশ নারী দলের অর্জন ২ পয়েন্ট। বাংলাদেশের সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন ওয়েস্ট ইন্ডিজেরও। সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তালিকায় শীর্ষে ইংল্যান্ড। তাই সেমিফাইনালে খেলার জন্য গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হলে পয়েন্ট অর্জন করতেই হবে টাইগ্রেসদের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচে খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। তবে সেসব ভাবছে না লাল-সবুজের প্রতিনিধিরা। রাবেয়া জানিয়েই দিয়েছেন তাদের লক্ষ্য শুধু জয়। তার মতো আত্মবিশ্বাসী দলের অন্যতম তারকা স্পিন বোলার নাহিদা আক্তারও। 

ভিডিও বার্তায় বলেন, 'যদি আমরা সেমিফাইনাল খেলতে চাই, তাহলে অবশ্যই এই ম্যাচটা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা ঐ দিকেই ফোকাস দিচ্ছি যে, কীভাবে ম্যাচটা জিততে পারি।'

তিনি আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি আমরা ম্যাচটা জিততে পারি, তাহলে আমাদের সেমিফাইনালে যাওয়ার পথটা একটু সহজ হয়ে যাবে, তাই আমাদের লক্ষ্য ঐ দিকেই। জেতার জন্য যা করা লাগবে, ঐ ম্যাচে সব করার চেষ্টা করব।'

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), তাজ নাহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও মারফা আক্তার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: হেইলি ম্যাথুস (অধিনায়ক), কিয়ানা জোসেফ, স্ট্যাফানি টেলর, শেমেইন ক্যাম্পবেল (উইকেটরক্ষক), ডিয়েন্দ্রা ডটিন, চিনেল হেনরি, আলিয়া অ্যালেইন, ম্যান্ডি মাংরু, আফি ফ্লেচার, আশমিনি মুনিসার, কারিশমা রামহারক