images

স্পোর্টস / ক্রিকেট

বিপিএলে মুস্তাফিজকে দলে ভেড়াল 'ঢাকা ক্যাপিটালস'

স্পোর্টস ডেস্ক

০১ অক্টোবর ২০২৪, ১১:০০ পিএম

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। রাজনৈতিক পট পরিবর্তনে বিপিএলের আসরে অংশ নিচ্ছে না চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। 

ফলে কুমিল্লার হয়ে খেলা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে এবারে আসরের নতুন নামে আসা ঢাকা ক্যাপিটালস। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

ঢাকা ক্যাপিটালস মুস্তাফিজুরের দলে নেওয়ার বিষয়টি জানিয়ে লেখেন, 'আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে পেসার মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিবদ্ধ হয়ে ঢাকা ক্যাপিটালসেযোগ দিয়েছেন! তার আগমন আমাদের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে।' 

টাইগার পেসারকে নিয়ে উল্লাস জানিয়ে লেখেন, 'কিছু রোমাঞ্চকর মুহুর্তের জন্য প্রস্তুত হোন কারণ "দ্য ফিজ" আসন্ন মৌসুমে মাঠে তার জাদু নিয়ে আসছে৷ সঙ্গে থাকুন এবং আপনার প্রিয় দলের জন্য উল্লাস করুন!'

Posted by Facebook on Date:

এবারের টুর্নামেন্টও অংশ নিবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। তবে পরিবর্তন এসেছে তিনটি দলে। গত বিপিএলের পরই জানা গিয়েছিল এবারের আসরে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের পরিবর্তে বিপিএলে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দলটির নাম রাখা হয়েছে দুর্বার রাজশাহী

এছাড়া ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় পরিবর্তন এসেছে। ১১তম আসরের ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের রিমার্ক অ্যান্ড হারল্যান্ড কোম্পানি এবং তাদের সঙ্গে রয়েছেন ওয়ালটন গ্রুপ। 

একনজরে আসন্ন বিপিএলে অংশগ্রহণ করা ৭টি দলের নাম- 

১. রংপর রাইডার্স (বসুন্ধরা গ্রুপ)
২. ফরচুন বরিশাল (ফরচুন গ্রুপ)
৩. খুলনা টাইগার্স (মাইন্ডট্রি লিমিটেড)
৪. সিলেট স্ট্রাইকার্স (ফিউচার স্পোর্টস)
৫. দুর্বার রাজশাহী (ভ্যালেন্টাইন গ্রুপ)
৬. ঢাকা ক্যাপিটালস (রিমার্ক হারল্যান্ড গ্রুপ)
৭. চিটাগং কিংস  (এসকিউ স্পোর্টস)