স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৮ এএম
হাজারো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। ভারতীয় এই গুণী শিল্পীর বাংলাদেশেও রয়েছে অসংখ্য ভক্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের থিম সংও গেয়েছিলেন সঙ্গীতাঙ্গনের এই পরিচিত মুখ। ৬৯ বছর বয়সী এই কিংবদন্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ী। গতকাল বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের ইনিংস বিরতিতে শ্রদ্ধা জানানো হয় তাকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার এই ম্যাচে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য শ্রদ্ধা জানানো হয় এই সঙ্গীত শিল্পীকে।
ভারতে ডিস্কো মিউজিকের জনপ্রিয়তাকে তুঙ্গে নেয়ার কারিগর এই বাপ্পি লাহিড়ী। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড গানগুলোর রচয়িতা ও গায়ক তিনিই। একাধারে গায়ক ও সুরকার হওয়ায় তাকে ‘ডিস্কো কিং’ বলেও সম্বোধন করতেন অনেকে। বুধবার ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন আই অ্যাাম এ ডিস্কো ড্যান্সার, বোম্বাই সে আয়া মেরা দোস্তসহ একাধিক জনপ্রিয় গানের রচয়িতা। ভক্ত ছাড়াও শিল্পীমহলে বেশ জনপ্রিয় ছিলেন সদা হাসিখুশি এই মিউজিক ব্যক্তিত্ব। এই গুণী শিল্পীর প্রয়াণে ভারতের পাশাপাশি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া।
এআইএ