images

স্পোর্টস / ক্রিকেট

ভারতেও সাফল্যের খোঁজে বাংলাদেশ: শরিফুল

স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ পিএম

চলতি মাসে ভারত সফর করবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এ সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সম্প্রতি পাকিস্তনের মাটিতে ২-০ তে সিরিজ জয় পেয়ছে টাইগাররা, ফলে ক্রিকেট ভক্তরা আশা করছেন, ভারতের বিপক্ষেও একই ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ দল। কিন্তু টাইগার পেসার শরিফুল ইসলাম মনে করেন, পাকিস্তানের চেয়ে ভারত শক্তিশালী দল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিসিবির ভিডিও বার্তায় এমনটায় জানান তিনি। 

বিসিবির ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘ভারত তুলনামূলকভাবে টেস্টে পাকিস্তানের চেয়ে বেশি অভিজ্ঞ দল। তারা একটি বড় দল। আমি মনে করি, যদি আমরা বড় দলের বিপক্ষে ভালো করি, তাহলে বিশ্ব আমাদের অনুসরণ করবে এবং আমাদের ক্রিকেট দেখবে। ভারত সিরিজে ভালো করা আমাদের খুব জরুরি। আমরা চেষ্টা করবো ভারতের বিপক্ষে ভালো একটি ফল আনতে।’

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন শরিফুল। প্রথম টেস্ট খেলে দারুণ বলও করেছিলেন। নিজের স্বপ্নের উইকেট বাবর আজম, তাকে আউট করেছিলেন শরিফুল। এই বিষয়ে ভিডিও বার্তায় বাঁহাতি এই পেসার বলেছেন, ‘বাবর আজম ভাইয়ের সঙ্গে বিপিএলও খেলেছি, এলপিএলও খেলেছি। ইচ্ছা ছিল তার উইকেট নেবো ইনশাআল্লাহ। ওদের একটা সংবাদমাধ্যম প্রশ্ন করেছিল, পাকিস্তানের প্রিয় খেলোয়াড় কে? আমি বলছিলাম, বাবর ভাই। উনার উইকেটটা আমি পেতে চাই। আলহামদুলিল্লাহ পেয়েছি, ভালো লাগছে। আমি চেষ্টা করেছি যাতে ভালো জায়গায় বল করা যায়, তাতেই সাফল্য আসছে।’

এদিকে পেসারদের পারফরম্যান্সে খুশি শরিফুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা সময় পেসাররা খুব একটা খেলতো না। এখন দেখেন আমাদের পেসাররা কিন্তু তিন সংস্করণে খেলছে। বাইরে যারা আছে, তারাও খেলছে, কেউ যদি ইনজুরিতে পড়ে, তারা তৈরি আছে। পেছনে যে থাকে, সেও ভালো খেলে। অভাবটা বোঝা যায় না।’
 
শরিফুল আরও বলেছেন, ‘আমি যখন ইনুজরিতে পড়ে যাই, তাসকিন ভাই খুব ভালো খেলেছে। আমার খুব ভালো লাগছে। এই যে সবাই ভালো করছে, দেখতেও ভালো লাগে। আমাদের পেছনেও কিন্তু অনেক বোলার আছে, যারা জাতীয় দলে খেলেছে, খেলবে বা সামনে আসবে। পেস বোলিং অনেক চ্যালেঞ্জিং। সবাই অনেক লড়াই করে আসছে। এটা অনেক ভালো একটা দিক।’