স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে লাতিন দলগুলো। এরই মধ্যে একটি করে ম্যাচ খেলেছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ প্রায় সব দল। যেখানে আর্জেন্টিনা ৩-০ গোলে চিলিকে হারিয়েছে, অপরদিকে ব্রাজিল ইকুয়েডেরের বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয় পেয়েছে।
এরপর নিজদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে রদ্রিগো-ভিনিসিয়ুসরা। প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
যেখানে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাওয়ের পরিবর্তে ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছেন ফ্ল্যামেঙ্গোর রক্ষণ তারকা ফ্যাব্রিসিও ব্রুনো। ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ডান পায়ের মাংসপেশির ইনজুরিতে পড়েন মিলিতাও। এর কারণে প্রায় দুই সপ্তাহ মাঠে বাইরে থাকতে হতে পারে রিয়াল তারকাকে।
এছাড়া অ্যান্টারিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েন ফরোয়ার্ড পেদ্রো। তার পরিবর্তে লুইস হেনরিককে স্কোয়াডে ডেকেছেন দরিভাল জুনিয়র। ইয়ান কৌতো ও স্যাভিনিওকে বাদ দেওয়া হয়েছে ব্রাজিল স্কোয়াড থেকে। সব মিলিয়ে চারটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ।