স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পিএম
কোপা আমেরিকার দেড় মাস পর আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ। ইতোমধ্যে পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে আলবিসেলেস্তরা। যেখানে ইনজুরির কারণে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছেন তারকা লিওনেল মেসি। তবে ইনজুরি কাটিয়ে এখন পূনর্বাসন অবস্থায় রয়েছেন। আগামীকাল মেসিকে ছাড়ায় বাংলাদেশ সময় ভোর ৬টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চিলির মুখোমুখি হবে।
আর্জেন্টিনার রিভারপ্লেটের এস্তাদিও মাস মনুমেন্তালে চিলির বিপক্ষে নামবে বর্তমান শিরোপাধারীরা। কোপা আমেরিকার ফাইনালে অবসর নিয়েছেন আর্জেন্টিনার অন্যতম উইঙ্গার আনহেল দি মারিয়া। এই ম্যাচে ঘরের মাঠে ফেয়ারওয়েল দেওয়া হবে দি মারিয়াকে। চিলির বিপক্ষে নিঃসন্দেহে ফেভারিট আর্জেন্টিনাই। এ ছাড়া বাছাইপর্বে দারুণ খেলছে কোচ লিওনেল স্কোলানির শিষ্যরা।
এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবেনা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের জন্য আছে সুখবর। চিলির বিপক্ষে আলবিসেলেস্তাদের বাছাইপর্বের ম্যাচটি সরাসরি দেখতে পারবেন এই লিংকে—(আর্জেন্টিনা-চিলি)। এছাড়া মোবাইলে দেখতে Sportzfy অ্যাপ নামিয়ে দেখতে পারবেন লাইভ খেলা। এছাড়া মোবাইলে স্কোর দেখতে এখানে ক্লিক করুন— (আর্জেন্টিনা-চিলি)
বিশ্বকাপের বাছাইয়ের আসন্ন দুই ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে না অধিনায়ক মেসিকে। তাতে তার দশ নম্বর জার্সিটা ফাঁকা হয়েছে। সেটা কে পরবেন সংবাদ সম্মেলনে তাও নিশ্চিত করেছেন স্কালোনি। “আমার মনে হয় মেসির অনুপস্থিতিতে আনহেল কোরেয়া তার জার্সিটা পরেছিল। এটা তেমন কোনো সমস্যা না, আমরা জানি ১০ নম্বর জার্সির একজন মালিক আছে, কে সেটা তা সবারই বোধগম্য। এই জার্সির জন্য আমাদের সবার আলাদা সম্মান আছে।”
মেসির না থাকায় অধিনায়কত্বের আমব্যান্ডটা কে পরবেন তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। স্কালোনি অবশ্য এই নিয়ে পরিষ্কার কিছু জানানি। “যে আর্মব্যান্ডটা পরবে সে পুরো দলকে প্রতিনিধিত্ব করবে এটা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের এমন অনেক ফুটবলার আছে যারা কাজটা করতে পারবে। তবে কে হবেন অধিনায়ক সেটা মাঠে নামার আগে দিয়ে নিশ্চিত করবো আমরা।”
এদিকে দলে ফিরেছেন রোমার তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। ইনজুরির কারণে কোপা আমেরিকা টুর্নামেন্ট মিস করেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। চিলির বিপক্ষে স্কোলানির আক্রমণভাগে থাকবেন দিবালা, লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজ। মিডফিল্ডে সেই আগের জিওভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো পারদেস, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার ও এনজো ফার্নান্দেজরাই থাকছেন।
এদিকে রক্ষণভাগে ফিট না থাকায় বাদ পড়েছেন লেফট ব্যাক আকুনা। তবে দলে যথারীতি আছেন ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ট্যাগলিফিয়াকো, গনজালো মন্ট্রিয়েল, নাহুয়াল মলিনারা। আর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তো আছেনই। ল্যাটিন অঞ্চলে ১০ দলের মধ্যে সবার শীর্ষে রয়েছে মেসির আর্জেন্টিনা।
আর্জেন্টিনা স্কোয়াড—
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল।
ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস, পাওলো দিবালা।