স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
ইংল্যান্ড নিজেদের মাঠে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মোট আট ম্যাচের এই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আসন্ন এই সিরিজে দলটির অধিনায়ক জস বাটলারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো। অবশেষ সেই শঙ্কাই সত্য হলো। চোটের কারনে অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না তার।
বাটলারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়ক করবেন ফিল সল্ট। আজ এক বিবৃতিতে জানিয়েছে ইসিবি। এদিকে কাফের ইনজুরির জন্য বাটলার ওয়ানডে সিরিজও মিস করতে বলে জানিয়েছ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ওয়ানডে অধিনায়করে জন্য এখনও আনুষ্টানিক বিবৃতি দেয়নি ইসিবি।
চোটের কারনে ইংল্যান্ডের দ্যা হান্ড্রেড বলের টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন বাটলার। এরপর চলতি সপ্তাহে খেলতে পারেননি ভাইটালিটি ব্লাস্টের হয়েও। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ইংল্যান্ড। সেমি ফাইনালে ভারতের বিপক্ষে হেরে তাদের এই বিশ্ব আসর থেকে বাদ পড়তে হয়। সেই ম্যাচের পর আর ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি ইংলিশ এই তারকা।
এদিকে ইংল্যান্ডের দুই ফরম্যাটেই দলে ফিরেছেন পেসার জোফরা আরচার। অন্যদিকে শুধু টি-টোয়েন্টিতেই ইংল্যান্ড দলে দেখা গেছে পাঁচ নতুন মুখ। আগামী ১১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজটি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ডের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে পাঁচ নতুন মুখ হলো- জর্ডান কক্স, জ্যাকব বেথেল, ডান মাউসলি, জস হুল ও জন টার্নার। এছাড়া তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ব্রাইডন কার্স।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জোফরা আরচার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারেন, জোস হুল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মাউসলি, আদিল রশিদ, ফিল সল্ট (অধিনায়ক), রিসি টপলি, জন টার্নার।
ইংল্যান্ডের ওডিআই স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আরচার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডকেট, জোস হুল, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিসি টপলি, জন টার্নার।