images

স্পোর্টস / ক্রিকেট

তামিমের ফেরা প্রসঙ্গে যা জানালেন প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট ২০২৪, ০৪:৪৯ পিএম

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে এখনো অন্যতম বড় প্রশ্ন সাবেক অধিনায়ক তামিম ইকবালের ভবিষ্যৎ কী? টাইগারদের এই ওপেনার আবারও বাংলাদেশের জার্সিতে ফিরবেন কি না এ নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন দেশের অধিকাংশ ক্রিকেট ভক্তরা।

গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তাদের সঙ্গে তামিমের একাধিক বৈঠক হয়েছে তবে নিশ্চিত কোনো উত্তর আসেনি। এদিকে সরকার পতনে পর বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আত্মগোপনে। সরকার পতনের আগে তামিমের ফেরা নিয়ে বৈঠকের কথা বলেছিলেন পাপন। 

কিন্তু বর্তমান বিসিবি সভাপতি আত্মগোপনে থাকায় তামিমের সঙ্গে বৈঠক একপ্রকার অন্ধকারে। প্রসঙ্গ ক্রমে আজ সংবাদ সম্মেলনে তামিম ইকবালের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠলে প্রধান নির্বাচক লিপু বলেন, ‘আগে আমরা জানতাম যে সভাপতি (নাজমুল হাসান পাপন) সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে। এরপর একটা সিদ্ধান্ত আসবে।’

‘সে সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল। তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে, সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই।’

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন তামিম ইকবাল। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি দেশসেরা এই ওপেনার। এরপর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বির্তক ভাবে বাদ পড়ার পর জাতীয় দলে বিবেচনা করা হয়নি। 

নানা সময়ে তার সঙ্গে বৈঠকের কথা বলেছে বিসিবি, কিন্তু আদতে তার কোনো পথ মেলেনি। বর্তমান দেশের সংস্করণের পথে পরিবর্তনের হাওয়ার সঙ্গে এবার তামিমের সঙ্গে পরিস্থিতি বদলে যাওয়ায় সেই পথ সুগম হলো নির্বাচকদের সামনে।