স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ১১:১৪ এএম
২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তুমুল লড়াই করেও আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স। এরপর থেকেই এ দুই দলের ম্যাচ মানেই চরম উত্তাপ-উত্তেজনা। সবশেষ কোপা আমেরিকার ফাইনালে ফরাসিদের উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে সে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার এনজো ফার্ন্দান্দেজ। তাই অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে দুই দলের ম্যাচ নিয়ে দর্শকদের মাঝেও ছিল তীব্র আগ্রহ-উদ্দীপনা। হাই-ভোল্টেজ এই ম্যাচে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে ফরাসিরা।
বোর্দোয় দুই দলের ম্যাচ ঘিরে সমর্থকদের মাঝে শুরু থেকেই ছড়ায় উত্তাপ। খেলা শুরুর আগেই আর্জেন্টিনাকে দুয়ো দেয় ফরাসি সমর্থকরা। ১-০ গোলের হারের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে ফ্রান্স সমর্থকরা, এরপর হয়েছে সংঘর্ষও।
উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। কর্ণার থেকে ওলেসার বাড়িয়ে দেয়া বলে দারুণ এক হেড করেন জঁ ফিলিপ মাতেতা, তাঁর এই হেড লক্ষ্যভেদ করলে লিড পায় ফরাসিরা। এক গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।
শুরুতেই পিছিয়ে পড়ার পর ওতামেন্দিরা সমতায় ফেরার লক্ষ্যে পুরো ম্যাচেই চেষ্টা চালাএও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এর আগে অবশ্য ফরাসি ফুটবলারদের সঙ্গে হয়েছে হাতাহাতি-সংঘর্ষ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জয়ের পর আর্জেন্টিনার বেঞ্চ লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি করেছেন ফ্রান্সের এনজো মিলোট যা রূপ নেয় সংঘর্ষে, এতে জড়িয়ে পড়েন দুই দলের কোচ-কর্মকর্তারাও। এরপর মাঠে এসে সমর্থকদের সঙ্গে উদযাপন করেন ফরাসি ফুটবলাররা।