images

স্পোর্টস / ক্রিকেট

ইংল্যান্ডের কোচ হচ্ছেন সাবেক লঙ্কান তারকা! 

স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই ২০২৪, ০৪:৪৭ পিএম

সীমিত ওভারের ক্রিকেটে সবশেষ দুই আইসিসি ইভেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে গিয়েছিল ইংল্যান্ড। তবে শিরোপা জয় তো দূরে থাক, ফাইনাল পর্যন্তও যেতে পারেনি ইংলিশরা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বেজে যায় লিগ পর্বে। বাটলার-মট জুটির ওপর চাপ আসতে শুরু করে তখন থেকেই। এই জুটির অধীনে ইংল্যান্ডের এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হলে নড়েচড়ে বসে দেশটির ক্রিকেট বোর্ড। 

সাদা বলের ক্রিকেটে পরিবর্তন আনতে কোচ বদলাচ্ছে ইসিবি, এমনটায় জানায় বিভিন্ন গণমাধ্যমে। জানা গেছে, ম্যাথিউ মটের স্থলাভিষিক্ত হিসেবে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারাকে ইংলিশ দলের সাদা বলের প্রধান কোচ হিসাবে দেখা যেতে পারে। 

তবে শ্রীলঙ্কার কিংবদন্তি একমাত্র নাম নয়। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মাইকেল হাসি এবং বর্তমান আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রটও রয়েছেন কোচ হওয়ার দৌড়ে।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক বাটলার। আর যদি সাঙ্গাকারা ইংলিশ দলের অধিনায়ক হয়ে আসেন তাহলে আইপেলের পুর্নমিলনী হবে এই দুই জনের । কেননা রাজস্থান রয়্যালসের হয়ে বাটলারের সঙ্গে কাজ করার অভিঙ্গতা র‍য়েছে সাবেক লঙ্কাণ অধিনায়কয়ের। 

শ্রীলঙ্কার কিংবদন্তি নির্দেশনায় ইংলিশ অধিনায়ক অন্যতম বড় ক্রিকেটার হয়ে উঠেছিলেন। আইপিএলের শেষ প্রত্যেকটি মৌসুমেই বিধ্বংসী ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। আর লঙ্কান অধিনায়ক আসলে বাটলারের সঙ্গে পারিবারিক রসায়ন নিয়ে নতুনভাবে উজ্জীবিত হতে পারে ইংলিশরা।

ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে টেস্ট দল সাফল্য পেয়েছে, সাদা বলের স্কোয়াডদের সীমিত ওভারের ক্রিকেটে তাদের প্রভাবশালী অবস্থান পুনরুদ্ধার করার জন্য নতুন পদ্ধতির প্রয়োজন। আর তাতেই এমন পরিবর্তন আনতে যাচ্ছে ইংলিশরা।