images

স্পোর্টস / অন্যান্য

আর্চারির র‍্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম সাগর

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই ২০২৪, ১১:৪১ এএম

বাংলাদেশ থেকে যে পাঁচজন অ্যাথলেট প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন তাদের মধ্যে কেবল সাগর ইসলামই সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। দেশীয় এই আর্চারকে নিয়ে তাই সবার প্রত্যাশাও বেশি। আত্মবিশ্বাসী সাগর নিজেও। পদক জয়ের লক্ষ্যের কথাই জানিয়েছিলেন তিনি। তবে অলিম্পিকের শুরুতে র‍্যাঙ্কিং রাউন্ডে সাদামাটা পারফর্ম করেছেন তিনি।

গতকাল অলিম্পিকের আর্চারি ইভেন্টের র‍্যাঙ্কিং রাউন্ডে ৪৫ তম হয়েছেন সাগর। তিনি করতে পেরেছেন ৬৫২ স্কোর। রিকার্ভ পুরুষ এককে ৭২টি তীর ছুঁড়ে এ স্কোর করেন তিনি।

র‍্যাঙ্কিং রাউন্ডে অংশ নিয়েছিলেন ৬৪ জন আর্চার। এই র‍্যাঙ্কিংয়ের মাধ্যমেই নির্ধারিত হয় এলিমিনেশন রাউন্ডের প্রতিদ্বন্দ্বী। আগামী ৩০ জুলাই এলিমিনেশন রাউন্ডে খেলবেন সাগর।

অলিম্পিক পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সাগর খেলতে যাওয়ার আগে বলেছিলেন, ‘বাস্তবতার বিচারে পদক জয় কঠিন। তবে আমি পদক জয়ের জন্যই খেলব। কারণ আমি যাদের হারিয়ে অলিম্পিকে খেলার টিকেট পেয়েছি তারা সকলেই বিশ্বমানের খেলোয়াড়। তাদের বিপক্ষেই আমার খেলতে হবে আলিম্পিকে।’