images

স্পোর্টস / ফুটবল

আর্জেন্টিনার হয়ে কখনোই ফাইনালে হারেননি ডি মারিয়া 

স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই ২০২৪, ১০:৫৬ পিএম

টানা ম্যাচ জয়ে থেকে কোপার ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা আলবিসেলেস্তেরা নিজেদের শিবিরে চোটের ভিতর থাকলেও ফাইনালের আগে কোচ লিওনেল স্কালোনি সুখবর দিয়ে স্কোয়াডের সবাই ফিট। এদিকে ফাইনালে মাঠে নামার আগে আর্জেন্টাইন সমর্থকদের জন্য রয়েছে স্বস্তির বার্তা।  

নিজেদের খেলা সবশেষ ৩টি ফাইনালেই জিতেছে আর্জেন্টিনা। আর তিন ফাইনালে আলবিসেলেস্তেদের হয়ে গোল করেছিলেন আনহেল ডি মারিয়া। লিওনেল স্কালোনির দলের সবশেষ ৩ শিরোপা জয়েই অন্যতম নায়ক ছিলেন ডি মারিয়া।

আর্জেন্টাইন এই ফুটবলার আরও একটি ফাইনালের সাক্ষী হতে চলেছেন, আগামীকাল সকালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন আনহেল ডি মারিয়া। 
 
ফাইনালের আগে বিভিন্ন ধরনের পরিসংখ্যান নিয়ে চলছে বিশ্লেষণ। সেই ধারাবাহিকতায় আর্জেন্টাইন সমর্থকরা কিছুটা নির্ভার থাকতে পারে ডি মারিয়ার জন্য। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক চারটি ফাইনাল খেলেছেন এই উইঙ্গার। যার সবকটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। 

শুধু যে জয় পেয়েছে তাই নয়। সেই চার ম্যাচের প্রত্যেকটিতে গোল করেছেন তিনি। ২০০৮ সালে অলিম্পিকে নাইজেরিয়ার বিপক্ষে করা ডি মারিয়ার একমাত্র গোলে স্বর্ণপদক নিশ্চিত করে আর্জেন্টিনা। তারপর ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে কাঁদিয়ে এই উইঙ্গারের করা গোলেই কপার শিরোপা জিতে লিওনেল মেসিরা। ইউরোপের চ্যাম্পিয়ন ফিনালিসিমাতেও গোলের দেখা পান তিনি। 

২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে একাদশে ছিলেন না এই তারকা ফুটবলার। তাই আর্জেন্টিনার হয়ে ফাইনালে এখনো অপরাজিত আনহেল ডি মারিয়া। এরপর ২০২২ সালে  ৩৬ বছর পর বিশ্বকাপ জেতা ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও গোলের দেখা পেয়েছে মারিয়া। 

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে কোপার ফাইনালের মহারণ। যেখানে  শুরুর একাদশেই নামবেন তিনি তা নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। কোপার ফাইনালের আগে এমন পরিসংখ্যান আর্জেন্টাইনদের টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬ বার শিরোপার হাতছানি দিচ্ছে।