images

স্পোর্টস / ফুটবল

ফাইনালে জরিমানা দিয়ে ইয়ামালকে খেলাবে স্পেন! 

স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই ২০২৪, ০৪:২৩ পিএম

১২ বছর পর ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেছে স্পেন। এবারের আসরে লুই দে লা ফুয়েন্তের অধীনে স্প্যানিশরা খেলেছে দুর্দান্ত। ফাইনালে ওঠার পথে তারা হারিয়েছে স্বাগতিক জার্মানি এবং পরে ফ্রান্সের মত শক্তিশালি দলকে। জামাল মুসিয়ালা-কিলিয়ান এমবাপেদের বিদায় করা দলটি এবার নামবে শিরোপা নিশ্চিতের মিশনে। এদিকে দুরন্ত স্পেনের হয়ে এবারের আসরে সবথেকে বেশি নজর কেড়েছেন লামিনে ইয়ামাল।

ইউরোর এবারের আসরে আলাদা করে নজর কেড়েছেন ইয়ামাল। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে খেলা তরুণ এই ফুটবলার দলের হয়ে আলো ছড়িয়েছেন, তাই বয়স কম হলেও দে লা ফুয়েন্তের দলে শুরুর একাদশে তাঁর জায়গা একেবারে নিশ্চিত।এদিকে ইয়ামাল স্পেনের গুরত্বপূর্ণ ফুটবলারদের একজন এবারের আসরে তাকে সব ম্যাচে পুরো সময় খেলাতে পারেনি স্পেন। তরুণ এই ফুটবলার ফাইনালে খেলতে নামার আগে গতকাল ১৭তম জন্মদিনের কেক কাটেন।

কিন্তু জার্মানির আইন অনুযায়ী, ১৮ বছর যাদের বয়স হয়নি এখনো তাদেরকে শিশু হিসেবে বিবেচনা করা হয়। আর জার্মান শ্রম আইন অনুযায়ী, শিশুদের দিয়ে দেশটির স্থানীয় সময় রাত ৮টার পর কোনো কাজ করানো যাবে না। তবে অ্যাথলেটদের জন্য এ আইনে কিছুটা শিথিল। খেলোয়াড়রা রাত ১১টা পর্যন্ত নিজেদের কাজ করতে পারবেন।

এদিকে এবারের ইউরোর আসরে স্পেনের বেশিরভাগ ম্যাচই শুরু হয়েছে রাত ৯ টায়। ফলে একটি ম্যাচ শেষ হতে ঘড়ির কাটা ১১টা পেরিয়ে যায়। ফলে গ্রুপ পর্বের ৩ ম্যাচে এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও ম্যাচ শেষ হওয়ার আগেই ইয়ামালকে তুলে নিয়েছেন স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচটি পুরো সময় খেলতে পেরেছিলেন ইয়ামাল, কেননা সে ম্যাচটি জার্মান স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছিল।

রাত ১১টার পর ইয়ামালকে খেলানো হলে জার্মান আইন ভঙ্গ করা হবে। আর আইন ভাঙলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জরিমানা দিতে হবে ৩০ হাজার ইউরো বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৮ লাখ টাকা। 

এবারের ইউরোর ফাইনাল ম্যাচটি শুরু হবে জার্মান স্থানীয় সময় রাত ৯টায়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে যদি নির্ধারিত ৯০ মিনিটে স্পেন জয় নিশ্চিত করতে না পারে তবে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। এরপরও জয়-পরাজয় নির্ধারিত না হলে টাইব্রেকার। 

ফলে ঘড়ির কাটায় সময় পেরিয়ে যাবে রাত ১১টার ওপারে। ১২ বছর যখন শিরোপা জয়ের সুযোগ সামনে এসেছে তখন স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিয়ম ভেঙে জরিমানা গুনতে হলেও ইয়ামালকে না খেলানোর ঝুঁকি নিশ্চয়ই নেবে না! ফলে ৩০ হাজার ইউরো জরিমানা নিয়েও খুব একটা দুশ্চিন্তা থাকার কথা নয় স্প্যানিশদের। অবশ্য ৯০ মিনিটে ম্যাচ শেষ হলে স্পেনের আর এই জটিলতায় জেতে হবে না।

ইয়ামেলের খেলা নিয়ে ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে- বিশেষজ্ঞ আইনজীবী জোনাস ওয়ার্কেন বলেছেন, ‘ইয়ামাল হয়তো ১১টার পর খেলতে পারবে না।’ এদিকে জরিমানা না গুনার কথা নিয়ে তিনি বলেছেন, স্প্যানিশদের শেষ পর্যন্ত ইয়ামালের খেলা নিয়ে জরিমানা না ও দিতে হতে পারে। 

এদিকে জানা যায়, খেলাধুলার কোনো ব্যাপারে স্পেনের এমন কোনো শাস্তির মুখোমুখি হওয়ার শঙ্কা নেই। এই সবকিছু উত্তরের জন্য ফুটবল প্রেমীদের আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা মাত্র।