images

স্পোর্টস / টেনিস

উইম্বলডনের নতুন রানি ক্রেচিকোভা 

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই ২০২৪, ০৯:৫৩ পিএম

উইম্বলডন ফাইনালে আজ মাঠে নামেন জেসমিন পাওলিনি ও বারবোরা ক্রাইচিকোভা, তা হয়তো টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই ভাবেননি। আজ পাওলিনির সামনে ছিলো অধরা গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ। এ বছর দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছেন কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল। এর আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও হেরে যান। আর ক্রেচিকোভা এর আগে একবার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ২০২১-এ। তবে এবারই প্রথমবার খেলবেন উইম্বলডনের ফাইনালে। ফলে মঞ্চটা প্রস্তুতই ছিল আজ যিনিই জিতুন, নতুন রানি পাবে উইম্বলডন।

আর এমন মঞ্চে ক্যারিয়ারে প্রথম বারের মতো ফাইনালে উঠেই উইম্বলডনে বাজিমাত করলেন ২৮ বছর বয়সী ক্রেচিকোভা। নারী এককের ফাইনালের ইতালির প্রতিপক্ষ জেসমিন পাওলিনিকে ৬-২, ২-৬ ও ৬-৪ সেটে হারিয়ে উইম্বলডনের নতুন রানি হয়েছেন ক্রেচিকোভা।

এবারের উইম্বলডনে যে নতুন রানি পেতে চলেছে, তা আগেই ঠিক ছিল। তবে এই দৌড়ে সবার নজর ছিলো ইতালির পাওলিনির উপর। কেননা টুর্নামেন্ট ধরেই দারুণ খেলেছেন তিনি। কিন্তু ক্রেচিকোভার কাছে শেষ হল তাঁর রূপকথার দৌড়। ঘাসের কোর্টে শুরু থেকেই পাওলিনিকে মাথা তুলতে দেননি চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা।

প্রথম সেটে এক রকম দাঁড়াতেই দেননি ক্রেচিকোভা। ইতালির খেলোয়াড়ের দু’টি সার্ভিস ভাঙেন তিনি। ৬-২ ব্যবধানে জিতে নন প্রথম সেট। পিছিয়ে পড়লেও হাল ছাড়েননি পাওলিনি। দ্বিতীয় সেটে চেনা ফর্মে দেখা যায় তাঁকে। তিনিও পাল্টা ৬-২ ব্যবধানে জেতেন প্রতিপক্ষের সার্ভিস দু’বার ভেঙে। সব অর্থেই সমতা ফেরান পাওলিনি।

১-১ সেট হওয়ার পর তৃতীয় সেট হয়ে দাঁড়ায় নির্ণায়ক। তৃতীয় সেটে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যান ক্রেচিকোভা। ইতালির তারকার সার্ভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান তিনি। আর সেটাই হয়ে ওঠে ম্যাচের নির্ণায়ক মুহূর্ত। শেষ গেমে সার্ভিস ধরে রেখে বাজিমাত করেন তিনি। পরপর দুটো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হওয়া হল না পাওলিনির। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেট জিতে উইম্বলডনের নতুন রানি হলেন ক্রেচিকোভা।