images

স্পোর্টস / ফুটবল

ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে সুসংবাদ

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই ২০২৪, ০৫:৫২ পিএম

পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮ তম আসরের। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে সুসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। 

ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, ফাইনালের ভেন্যু মিয়ামিতে অনুশীলন সেরেছে আর্জেন্টিনা দল। ফুরফুরে মেজাজে ছিলেন ফুটবলাররা। প্র্যাক্টিসে চনমনে মেসি, ডি পলরা। নিজেদের মতো ঘরে ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। নেই কোন ইনজুরি, নিষেধাজ্ঞার খড়গ। একেবারে স্কোয়াডের ২৬ জন ফুটবলারকে ফিট পাচ্ছেন লিওনেল স্কালোনি।

কিন্তু স্কালোনির একাদশ নিয়ে রয়েছে জল্পনা। কেননা ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে; সেমিফাইনালের একই লাইনআপ দিয়ে অনুশীলন শুরু করেছিলেন স্কালোনি, কিন্তু পরে বিভিন্ন কম্বিনেশন চেষ্টা করেছেন, হয়তো প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য। 

ফাইনাল ম্যাচের আগে কোচ স্কালোনি সংবাদ সম্মেলনে একাদশ সম্পর্কে ধারনা দিতে পারেন বলে ধারনা করা হচ্ছে। স্কালোনি সম্ভবত একই লাইনআপ ব্যবহার করতে পারেন। যদি সেমিফাইনালের একাদশ নিয়ে ফাইনালেও নামে, তাহলে স্কালোনির কোচিং অধ্যায়ে টানা ২ ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার তৃতীয় ঘটনা হবে এটি। 

সর্বশেষ এমনটা দেখা গেছে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পরেই পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রথমবার স্কালোনি টানা ২ ম্যাচে একই একাদশ খেলিয়েছেন ২০২১ কোপা আমেরিকায়।

আর্জেন্টিনা এবং কলম্বিয়া ইতিহাস জুড়ে এখন পর্যন্ত মোট ৪০টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনার জয়ের সংখ্যা ২০টি, আর নয় ম্যাচে জিতেছে কলম্বিয়া। ১১টি ম্যাচ হয়েছে ড্র। দুই দলের  মধ্যে শেষ দেখা হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে। আলবিসেলেস্তেরা সেই ম্যাচে লাউতারোর গোলে জয় পায় ১-০ ব্যবধানে। সেই হারের পর থেকে টানা ২৮ ম্যাচে অপরাজিত রয়েছে কলম্বিয়া।