images

স্পোর্টস / ফুটবল

কোপা থেকে বিদায়ের পর ব্রাজিল কোচ বললেন, ‘আমাদের সময় প্রয়োজন’

স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে শেষ হয় ব্রাজিলের হেক্সা মিশন সফল করার স্বপ্ন। এরপর থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও ভালো অবস্থানে নেই সেলেসাওরা। এসবের মাঝেই দলের কোচ করে আনা হয়েছিল দরিভাল জুনিয়রকে। তবে নতুন কোচের অধীনেও অব্যাহত আছে ভিনিসিয়ুস-রদ্রিগোদের ব্যর্থতার পালা।

দরিভাল জুনিয়র ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন খুব বেশি সময় হয়নি। কোপা আমেরিকায় তাঁর অধীনে খেলা ব্রাজিলের প্রথম টুর্নামেন্ট। মহাদেশীয় এই প্রতিযোগীতার আসরে খেলতে নামার আগেই দরিভাল জানিয়েছিলেন, তাঁর দলে ভারসাম্য নেই। কোচের প্রতিফলন দেখা গেছে এবারের আসরে সেলেসাওদের মাঠের খেলায়ও।

আসরজুড়েই ছন্নছাড়া ফুটবল খেলেছেন রদ্রিগো-পাকেতারা। আজ উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও দেখা মিলেনি চিরচেনা ব্রাজিলিয়ান ছন্দের। ফলশ্রুতিতে, টুর্নামেন্ট থেকে শূন্য হাতেই ফিরতে হলো রদ্রিগোদের।

এদিকে কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বিদায়ের পর ব্যর্থতার দায় নিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। একই সঙ্গে জানিয়েছেন, এই দলের আরও উন্নতি হবে, কিন্তু তাঁর জন্য সময় প্রয়োজন। ব্রাজিল কোচ বলেন, ‘এই দল সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। আমি কেবল ৮ ম্যাচ কোচিং করালাম। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। পথচলায় বাধা আসবে। তবে আমি মনে করি আমরা শিরোপা জিততে পারব। তার জন্য আমাদের সময়ের প্রয়োজন।’

এখন ব্রাজিলের লক্ষ্য বিশ্বকাপ বাছাইয়ে উন্নতি করা জানিয়ে দরিভাল বলেন, ‘কোপা আমেরিকা ছিল আমার প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট,নক আউট ম্যাচে আমরা হেরেছি, যা প্রত্যাশিত ছিলো না। আমাদের অনেক উন্নতির জায়গা আছে। আপাতত মূল লক্ষ্য বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এখন পয়েন্ট তালিকায় ছয়ে আছি, যা নিয়ে একদমই স্বস্তিতে নেই আমরা।’