images

স্পোর্টস / ক্রিকেট

নাইট রাইডার্সের হয়ে অভিষেক রাঙালেন সাকিব

স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই ২০২৪, ০২:৩২ পিএম

বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব আল হাসান। তারই ধারাবাহিকতায় এবার তিনি নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। সেখানে তিনি খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। এমএলসিতে নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এরপর বল হাতে নিয়েছেন উইকেট। সাকিবের অভিষেক রাঙানোর দিনে জয় পেয়েছে তাঁর দলও।

এমএলসির এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স যেখানে তাদের প্রতিপক্ষ ছিল টেক্সাস সুপার কিংস। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় নাইট রাইডার্স।

জেসন রয়ের পর অধিনায়ক সুনীল নারাইন সাজঘরে ফিরলে ব্যাট হাতে মাঠে নামেন সাকিব। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। এরপর আরও দুইটি ৪ মারেন তিনি। তবে ছন্দে থাকলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব, আউট হন ১৩ বল খেলে ১৮ রান করে। এরপর উন্মুক্ত চান্দের ৪৫ বলে ৬৮ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে নাইট রাইডার্স।

ব্যাট হাতে ১৮ রান করার পর নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে বল হাতেও উইকেটের দেখা পেয়েছেন সাকিব। টেক্সাসের ব্যাটিং ইনিংসের নবম ওভারে সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন অ্যারন হার্ডি। এরপর শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করতে পারে সুপার কিংস, ফলে ১২ রানের জয় পায় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।