images

স্পোর্টস / ক্রিকেট

সুপার ওভারে আমিরকে কেন বল দেওয়া হয়েছিল, প্রশ্ন হাফিজের

স্পোর্টস ডেস্ক

০৭ জুন ২০২৪, ০৬:৪৮ পিএম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নেমেছিল পাকিস্তান। এ ম্যাচে ম্যান ইন গ্রিনদের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটিতে বাবর আজমের নেতৃত্বাধীন দল হেরেছে। সুপার ওভারে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়েছে টুর্নামেন্টের সহ-আয়োজক দেশটি, তুলে নিয়েছে বিশ্বকাপের প্রথম জয়।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের সমালোচনায় মেতেছেন সাবেকরা। সাবেক পেসার শোয়েব আখতার তো পাকিস্তানের এই হার তাকে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পাকিস্তানের ৬২ রানের হারের কথা মনে করিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন। আরেক সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম এমন হারকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

 

তবে লজ্জার এমন হারের পর পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ প্রশ্ন তুলেছেন সুপার ওভারে মোহাম্মদ হাফিজের বল করা নিয়ে। একই সঙ্গে সুপার ওভারে ব্যাটিংয়ের সময় ফখর জামান কেন স্ট্রাইক প্রান্তে ছিলেন না সে প্রশ্নও তুলেছেন তিনি।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল পিটিভির এক অনুষ্ঠানে হাফিজ বলেন, ‘আমরা এক দিনে দুটি ম্যাচ হেরেছি। একটি ২০ ওভারে, আরেকটি সুপার ওভারে। বুঝলাম, এটা নার্ভাসনেস থেকে হয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সবকিছুতেই নার্ভাসনেস। (যার ফলে) সঠিক সিদ্ধান্তটি নেওয়া গেল না।’

সুপার ওভারে বোলিংয়ের জন্য নিজের প্রথম পছন্দ নাসিম শাহ জানিয়ে হাফিজ আরও বলেন, ‘এই মুহূর্তে আমার প্রথম পছন্দ নাসিম শাহ। দ্বিতীয় পছন্দ শাহিন শাহ। আমির চার বছর ধরে পাকিস্তান দলের বাইরে ছিল। আমি বারবার বলার চেষ্টা করছি, টি–টোয়েন্টি লিগের সঙ্গে আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে মেলাতে যাবেন না। কিন্তু দলের প্রধান বোলারের ওপর আস্থা না রেখে আপনি নির্ভর করলেন চার বছর পর দলে আসা একজনের ওপর। এই হিসাবটা আমার বুঝে আসেনি।’

একই সঙ্গে সুপার ওভারে ফখরের নন-স্ট্রাইক প্রান্তে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হাফিজ বলেন,  ‘এবার ব্যাটিংয়ের কথায় আসি। এর আগপর্যন্ত যা হবার, তা তো হয়েছেই। আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, ফখর জামান কি প্রথম বল খেলার মতো ব্যাটসম্যান, না কি নন–স্ট্রাইকে দাঁড়িয়ে থাকার ব্যাটসম্যান? আপনি দেখছেন বাঁহাতি পেসার বোলিংয়ে, যে ওয়াইড ইয়র্কার করে বল বের করে নিতে চাইবে। এ সময়ে ডানহাতি ব্যাটসম্যান করবেটা কী? এটা তো বিতর্কিত সিদ্ধান্ত।’