images

স্পোর্টস / ক্রিকেট

‘ডাচদের বিপক্ষে হারবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক

০৩ জুন ২০২৪, ০৩:৫৭ পিএম

সম্প্রতি সময়ে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হারতে হয়েছে সিরিজ। প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে টাইগাররা দেখাল অসহায় আত্মসমর্পণ। ব্যর্থতার বৃত্তে আটকে থেকেই বাংলাদেশ আগামী ৮ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে লঙ্কানদের বিপক্ষে।   

বাংলাদেশ দলের এমন নড়বড়ে অবস্থার মাঝে বিশ্বকাপে শান্ত-লিটনদের নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। এই বিশ্লেষকের মতে, এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারবে বাংলাদেশ। বিশপ মনে করছেন, বিশ্বকাপে বড় অঘটন ঘটাতে পারে নেপাল, নেদারল্যান্ডের মতো দলগুলো। 

ক্যারিবিয়ান কিংবদন্তি ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেন,  ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।’

‘ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের? বাংলাদেশ। আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’

সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিল নেদারল্যান্ডস। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগারদের গ্রুপে রয়েছে ডাচরা। তাই মূল পর্বের আগেই বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল নেদারল্যান্ডস। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে দিয়েছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপে একই গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ডি গ্রুপে তাদের সঙ্গী নেপাল ও দক্ষিণ আফ্রিকা। ৮ জুন শ্রীলঙ্কা ম্যাচের পর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে।