স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৪, ০১:২০ পিএম
প্রথম সুপার ওভার দেখলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের তৃতীয় ম্যাচে এসেই ঘটলো এমন কাণ্ড। তাতে জমে উঠে ওমান-নামিবিয়ার স্বল্প রানের থ্রিলার ম্যাচ। যেখানে ডেভিড উইজে নৈপুণ্যে শেষ হাসি হাসে নামিবিয়া। আজ ব্রিজটাউনের কেনিংটন ওভালে মুখোমুখি হয় ওমান ও নামিবিয়া। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে ১০৯ রান তুলে ওমান। জবাবে ৬ উইকেটে সমান ১০৯ রান তুলে নামিবিয়া। ফলে ভাগ্য নির্ধারণ হয় সুপার ওভারে। যেখানে ১১ রানের জয় পায় নামিবিয়া।
নবম আসরের ছোট দলগুলো নিজেদের জানান দিচ্ছে। প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে কানাডা ও সহ আয়োজক যুক্তরাষ্ট্রের ১৯৪ রানের লড়াইের শেষ হাসি হাসে স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শুরু করে ক্যারিবিয়ানরা। এদিকে আজ ওমান ও নামিবিয়ার ১০৯ রানের ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই সঙ্গে এই ম্যাচ নাম লেখালো এলবিডব্লিউ-এর বিশ্ব রেকর্ডে। এছাড়াও দেখা গেছে কয়েকটি রেকর্ড।
এই ম্যাচে মোট ছয়জন ক্রিকেটার এলবিডব্লিউর শিকার হয়েছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি করে এলবিডব্লিউ আউটের ঘটনা আছে তিনটি। যার দুটিতে ভাগ রয়েছেন স্কটল্যান্ড। আর একটির ভাগিদার স্কটল্যান্ড।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাই হওয়া চতুর্থ ম্যাচ এটি। প্রথম এই ঘটনা ঘটে ২০০৭ সালে ভারত-পাকিস্তানের ম্যাচে। এরপরের দুটিই ২০১২ সালে, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ একটি। আর ১২ বছর আগে সে টুর্নামেন্টে শ্রীলঙ্কার সঙ্গেও টাই করেছিল নিউজিল্যান্ড।
এদিকে বিশ্বকাপের পওয়ার প্লেতে ৩ উইকেট নেওয়ার চতুর্থ কীর্তিও গড়েছেন নামিবিয়ার পেসার রুবেন ট্রাম্পেলম্যান। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার এমন করলেন তিনি। আজ পাওয়ার প্লেতে ৩টি উইকেট নেন এই পেসার এর আগে ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট। এছাড়া পাওয়ারপ্লেতে এই কীর্তি রয়েছেন আরও তিনজনের -ডার্ক ন্যানেস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ট্রেন্ট বোল্টের।