স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৪, ০৯:১৫ পিএম
মাঠে গড়ালো টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০টি দলের অংশগ্রহণে আগামী ২৯ জুন পর্যন্ত চলবে চার-ছক্কার ধুন্ধুমার আসর। সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপও বলা যায় এবারের আসরকে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের বৈশ্বিক আসর। টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মনে জেগেছে উৎসবের আমেজ। প্রিয় দল, প্রিয় ক্রিকেটারের পারফর্ম্যান্স দেখার অপেক্ষায় উৎসুক হয়ে আছেন দর্শকরা।
বিশ্বকাপের দল নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং বিশ্লেষকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর উপলক্ষ্যে স্কাই স্পোর্টিসের অতিথি হয়ে এসেছিলেন ইংল্যান্ডের সাবেক দুই তারকা ক্রিকেটার নাসের হুসেইন ও ইয়ন মরগান। তাদের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার উরুজ মুমতাজ। এই তারকারা বেছে নিলেন ২০ দলের স্কোয়াড থেকে সেরা ১১ জনকে। নির্বাচিত সে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
শর্ত অনুযায়ী, সেরা একাদশের জন্য কোনো দল থেকে একের অধিক ক্রিকেটার নেওয়া যাবে না। এই নিয়মের কারণে অনেক তারকা ক্রিকেটারের জায়গা হয়নি স্কাই স্পোর্টসের ওই স্বপ্নের একাদশে। একাদশে সাকিবকে বেছে নিয়েছেন নাসের। একাদশে জায়গা পেতে নিউজিল্যান্ডের উঠতি অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও আফগানিস্তানের নুর আহমেদকে পেছনে ফেলেছেন লাল সবুজের দলের সাবেক অধিনায়ক।
একাদশে জায়গা পাওয়ার পর ব্যাটিংয়ের জন্য সাকিবকে ছয় কিংবা সাত নম্বরের জন্য বিবেচনা করেছিলেন মরগান। শেষ পর্যন্ত পাঁচ নম্বর জায়গাটি দেওয়া হয় মাগুরার ক্রিকেটারকে।
একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কাই স্পোর্টিসের স্বপ্নের একাদশ:
জস বাটলার, পল স্টার্লিং, গ্ল্যান ফিলিপস, হেনরিখ ক্লাসেন, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, অ্যাডাম জাম্পা, রশিদ খান, মাথিশা পাথিরানা, শাহিন শাহ আফ্রিদি, জাসপ্রিত বুমরাহ।