images

স্পোর্টস / ক্রিকেট

ভারতের কাছে হারলেও বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা শান্তর

স্পোর্টস ডেস্ক

০২ জুন ২০২৪, ০৯:০০ এএম

বিশ্বকাপের আগে একের পর এক ম্যাচ হারছে টাইগাররা। নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেয়ার সিরিজে ক্রিকেট খেলায় নবাগত যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই ম্যাচ হারে নাজমুল শান্তর দল। এরপর স্বাগতিকদের বিপক্ষে এক ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় লাল-সবুজের দল। গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিল ভারতের বিপক্ষে। তবে টুর্নামেন্টে খেলতে নামার আগে গতকালও হারই জুটেছে বাংলাদেশের।

প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারের চেয়েও বেশি আলোচনায় টাইগারদের হারের ধরন নিয়ে। আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বিপক্ষে ভারতীয় ব্যাটাররা ব্যাট করেছেন স্বচ্ছন্দে। রিশভ পন্ত-হার্দিক পান্ডিয়ারা ব্যাট চালিয়েছেন দ্রুত হাতে। ফলে ২০ ওভারে ৫ উইকেট হারালেও ১৮২ রান সংগ্রহ করে ভারত।

এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়েছে দলীয় রান ৫০ না হতেই। ব্যাট হাতে ফর্মে ফেরার কোনো আভাস দিতে পারেননি লিটন দাস-শান্তরা। ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে টাইগাররা শেষ পর্যন্ত করেছে ১২২ রান।

৬০ রানের এই হারের পর অধিনায়ক শান্ত অবশ্য জানিয়েছেন বিশ্বকাপের মূল পর্বে ভালো করার প্রত্যয়। তিনি বলেন, ‘বোলাররা খুব ভালো করেছে। শরিফুল ও রিশাদ যেভাবে বল করেছে, আমি খুবই খুশি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি, কিন্তু আমি আশা করি মূল টুর্নামেন্টে আমরা ভালো করবো।’

বিশ্বকাপে তাসকিন ও মোস্তাফিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘পেছনে কী হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, কতটুকু সামর্থ্য আছে আমাদের। আমাদের সাহসী হতে হবে আর নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। তাসকিন ও ফিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যখন তারা ফিরবে, তখন খেলাটা অন্যরকম হবে।’