স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৪, ০৫:১৮ পিএম
রাত পেরোলেই মাঠে গড়াতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। কানাডা ও সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা ওঠবে এবারের আসরে। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মনে জেগেছে উৎসবের আমেজ। প্রিয় দল, প্রিয় ক্রিকেটারের পারফর্ম্যান্স দেখার অপেক্ষায় উৎসুক হয়ে আছেন দর্শকরা।
বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের মতামত জানাচ্ছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং বিশ্লেষকরা। এবার বিশ্বকাপের চমক দেওয়া দল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। এই অজি তারকার মতে এবার বিশ্বকাপে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস। আর তাতে কপাল পুড়তে পারে বাংলাদেশের।
রোহিত পওডেলের নেতৃত্বে তরুণ নির্ভর নেপাল আন্তর্জাতিক ক্রিকেটে বেশ নজর কেড়েছে বিশ্বাস করেন গিলক্রিস্ট। অন্যদিকে আইসিসি ইভেন্টগুলোতে বরাবরই শক্ত লড়াই দেখিয়ে আসছে নেদারল্যান্ডস। বড় দেশগুলোর বিপক্ষে খেলার অল্পবিস্তর সুযোগখানি লুফে নিতে বেশ পটু ডাচরা।
এসইএন রেডিওতে দেওয়া সাক্ষাতকারে গিলক্রিস্ট বলেন, ‘আমার মনে হয় নেপাল এবার সেই দলটি হতে যাচ্ছে যারা ঝলক দেখাবে। তাদের কিছু তরুণ খেলোয়াড় আছেন যারা মোটামুটি সব বড় লিগগুলোতে বিগত বছরগুলোতে খেলে আসছে।’
গিলক্রিস্ট যোগ করেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক জাগিয়েছিল ডাচরা। এবারও তারা একই গ্রুপে। তারা সবসময়ই আপনাকে বিব্রত করার জন্য প্রস্তুত থাকে।’ গত ওয়ানডে বিশ্বকাপেও তারা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারায়। এরই মধ্যে এবারের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়েছে নেদারল্যান্ডস।
নবম আসরের বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। গিলক্রিস্ট মনে করেন ডাচরা ও নেপালরা বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে যেকোনো সময় চমকে দিতে পারে। আগামী ৪ জুন নেপালিজদের মুখোমুখি হয়ে বিশ্বকাপ শুরু করবে ডাচরা।