স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৪, ০৩:০১ পিএম
২ জুন কানাডা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির জমজমাট এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আসর শুরু করবে টাইগাররা। লাল-সবুজের দলের হয়ে বিশ্বকাপ খেলে অনন্য এক রেকর্ড গড়তে চলেছেন সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ২০০৭ সালে। এরপর একে কে হয়েছে ৮টি আসর। ২০০৭, ২০০৯, ২০১০, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২- পূর্বের ৮ টি আসরেই খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা কেবল ২। ভারতের রোহিত শর্মার সঙ্গে এই রেকর্ডে থাকা আরেকজন হলেন সাকিব।
এবারের আসরেও খেলবেন এই দুই ক্রিকেটার। ফলে বিশ্বকাপের নয়টি আসরে খেলা ক্রিকেটার হবেন এই দুজন। এদিকে রোহিতের সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করতে হলেও অন্য আরেকটি রেকর্ডে অনন্য সাকিব। এই রেকর্ডে ধরাছোঁয়ার বাইরে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছেন সাকিব। আটটি আসরে খেলায় বল হাতে সাকিব উইকেটও নিয়েছেন সবথেকে বেশি। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে ৩৬ ম্যাচের ৩৫ ইনিংসে বল করে ১৮.৬৩ গড়ে নিয়েছেন ৪৭ উইকেট। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি।
এ তালিকায় সাকিবের পরেই আছেন পাকিস্তানকে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি এ টুর্নামেন্টে ৩৪ ম্যাচের ৩৪ ইনিংসে ২৩.২৫ গড়ে নিয়েছেন ৩৯ উইকেট। আফ্রিদির পর এ তালিকায় আছেন সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এবারের টুর্নামেন্টে টাইগারদের হয়ে খেলে নিজের এই রেকর্ডকে আরও এগিয়ে নেয়ার সুযোগ থাকছে সাকিবের।