images

স্পোর্টস / ক্রিকেট

যে ৫ রেকর্ড ভাঙতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক

৩০ মে ২০২৪, ১১:৩৫ এএম

যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন এসেছে ক্রিকেট খেলায়ও। ব্যাট-বলের এই খেলায় প্রযুক্তির ছোঁয়া লেগেছে, তাই সুযোগ-সুবিধাও বেড়েছে আগের চেয়ে ঢের বেশি। ফলে ক্রিকেটাররাও নিজেদের প্রস্তুত করতে পেয়ে থাকেন বাড়তি সুবিধা, ফলে তাদের সক্ষমতাও বেড়েছে কয়েকগুণ। এ কারণেই প্রতিনিয়তই ভাঙছে দীর্ঘদিন ধরাছোয়ার বাইরে থাকা নানান রেকর্ড, সৃষ্টি হচ্ছে নতুন নতুন মাইলফলক।

এসব কারণেই টি-টোয়েন্টি ক্রিকেটও এখন আগের চেয়ে পরিবর্তন হয়েছে। পূর্বের যে কোনো সময়ের তুলনায় সংক্ষিপ্ত ফরম্যাটের এ খেলা এখন আরও বেশি আগ্রাসী রূপ নিয়েছে। ফলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছে এই সংস্করণেই। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও যেমন নতুন রেকর্ড গড়া হবে, তেমনি ভাঙবে বহুদিন ধরাছোয়ার বাইরে থাকা কিছু রেকর্ডও।

চলুন দেখে নেয়া যাক যে পাঁচ রেকর্ড ভাঙতে পারে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে:

অনন্য ইতিহাস ছোঁয়ার দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া: প্যাট কামিন্সের নেতৃত্বধীন অস্ট্রেলিয়া গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নেয়ার পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপাও ঘরে তুলেছ। এবারের বিশ্বকাপের শক্তিশালি এক দল নিয়েই নামছে অজিরা।

এর আগে আর কোনো দলই ধারাবাহিকভাবে আইসিসির তিনটি গুরুত্বপূর্ণ ইভেন্টের শিরোপা জিততে পারেনি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে পারলে প্রথম দল হিসেবে এ রেকর্ড গড়বে মিচেল মার্শের দল।

দ্রুততম শতকের রেকর্ড: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের রেকর্ডটি নেপালের জান নিকোল লোফ্টির নামে। তিনি ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের বিশ্বকাপে সবথেকে কম বলে শতক ছোঁয়ার রেকর্ডটি ইউনিভার্স বস ক্রিস গেইলের। ক্যারিবীয় এই ক্রিকেটার শতক হাকিয়েছিলেন ৪৭ বল খেলে।

এবারের বিশ্বকাপে অংশ নিবে ২০ টি দল। আইসিসির পূর্ন সদস্য দলের পাশাপাশি এবার আছে উগান্ডা নামিবিয়ার মত পুঁচকে দলও। ফলে বড় দলগুলোর সঙ্গে ছোট দলগুলোর ম্যাচে দ্রুততম শতকের রেকর্ডটা ভেঙেও দিতে পারেন ট্রাভিস হেড-সূর্যকুমার যাদব-জশ বাটলারদের মত ক্রিকেটাররা।

সবথেকে বেশি বাউন্ডারি হাঁকানোর রেকর্ড: টি-টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি চার মারার রেকর্ডটি মাহেলা জয়াবর্ধনের নামে। শ্রীলঙ্কান এই কিংবদন্তি ব্যাটার সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে মোট ১১১ টি চার মেরেছেন। তবে এবার হয়তো এ রেকর্ডটি হাতছাড়া হয়ে যাবে তাঁর।

এ তালিকায় জয়াবর্ধনের পরেই আছেন বিরাট কোহলি। এ টুর্নামেন্টে কোহলির চারের সংখ্যা ১০৩টি। ফলে এবারের আসর দিয়েই হয়তো এ রেকর্ড নিজের করে নিবেন তিনি।

সবথেকে বেশি ক্যাচ ধরার রেকর্ড: দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার এ বি ডি ভিলিয়ার্স টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২৩ টি ক্যাচ নিয়েছেন। এ রেকর্ডটি নিজের করে নেয়ার হাতছানি ডেভিড ওয়ার্নারের সামনে। অজি এই ওপেনার এখনো পর্যন্ত নিয়েছেন মোট ২১টি ক্যাচ। আর চারটি ক্যাচ নিতে পারলেই ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি।

এক আসরে সবথেকে বেশি রানের রেকর্ড: টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবথেকে বেশি রান করার তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটার ২০১৪ সালের আসরে ৬ ম্যাচ খেলে করেছিলেন ৩১৬ রান।

তবে এ রেকর্ডটি এবার ভাঙার সমূহ সম্ভাবনা রয়েছে। কেননা দল বাড়ায় ম্যাচসংখ্যাও এবার বেড়েছে। একই সঙ্গে পরিবর্তন এসেছে ব্যাটারদের খেলার ধরনেও। ফলে আসন্ন আসরেই ভাঙতে পারে এ রেকর্ড। অথবা কোহলিও পারেন নিজের এই রেকর্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে, কেননা কদিন আগেই শেষ হওয়া আইপিএলেই যে সবথেকে বেশি রান সংগ্রহ করেছেন তিনি।