images

স্পোর্টস / ক্রিকেট

কোচ-নির্বাচকদের খেলিয়ে নামিবিয়াকে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

২৯ মে ২০২৪, ০৮:৪৫ এএম

বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটি বৈরি আবহাওয়ার কারণে বাতিল হলেও পোর্ট অব স্পেনে অস্ট্রেলিয়া এবং নামিবিয়ার মদ্যকার ম্যাচটি ঠিকই মাঠে গড়িয়েছিল। নামিবিয়ার বিপক্ষে ম্যাচটিতে অজিদের হয়ে মাঠে নেমেছিলেন দেশটির কোচ এবং নির্বাচকও।

আইপিএল খেলার কারণে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের বেশ কয়েকজন সদস্য বিশ্বকাপের আগে সাময়িক ছুটির আবেদন করেছেন। এ কারণে ১৫ জনের দলের বেশ কয়েকজন ছুটিতে থাকায় প্রস্তুতি ম্যাচের একাদশ মেলাতে হিমশিম খেতে হয়েছে অজিদের।

আইপিএল খেলার জন্য বর্তমানে অজিদের দলের সঙ্গে নেই প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস।

Posted by Facebook on Date:

প্রস্তুতি ম্যাচের জন্য অজিদের বিশ্বকাপ স্কোয়াডের ৯ জন ক্রিকেটার কাল মাঠে নেমেছিল। আর বাকি ৪ জনের জায়গা পূরণ করার জন্য খেলেছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডস ও তাঁর দুই সহকারী ব্র্যাড হজ ও অ্যান্ড্রু বোরোভিচ। একই সঙ্গে দেশটির জাতীয় নির্বাচক সাবেক ক্রিকেটার জর্জ বেইলিও খেলেছেন অজিদের হয়ে।

445248263_506905901662634_7928834916347533729_n

তবে আইসিসির নিয়ামানুযায়ী, স্কোয়াডের বাইরে থাকা কেউ ব্যাটিং ও বোলিং করতে পারেন না, তাই অজিদের সাপোর্ট স্টাফের এই ৪ জন কেবল ফিল্ডিং করেছেন। ফলে মূলত ৯ জনের দল নিয়েই নামিবিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নেমে নামিবিয়া ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারালেও ডেভিড ওয়ার্নারের ২১ বলে ৫৪ রানের ইনিংসে ১০ ওভারেই ম্যাচটি জিতে নেয় অজিরা।