images

স্পোর্টস / ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আইসিসি শিরোপা খরা ঘুচবে ভারতের?

স্পোর্টস ডেস্ক

২৮ মে ২০২৪, ০১:০২ পিএম

গত এক দশক ধরেই ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী এক দল ভারত। তবে দলে বিশ্বসেরা ক্রিকেটার থাকার পরও আইসিসি শিরোপা জয় করতে পারছে না ভারতীয়রা। ক্রিকেটের অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া দলটি সবশেষ আইসিসি শিরোপা জয় করেছে ২০১৩ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। এবার রোহিত শর্মার নেতৃত্বে আরও একবার শিরোপা জয়ের মিশনে নামছে ভারতীয়রা।

২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের সবথেকে আকর্ষণীয় এই টুর্নামেন্টেও ভারত খেলবে রোহিত শর্মার অধিনায়কত্বে। গত বছর তাঁর অধীনেই ওয়ানডে বিশ্বকাপ জয়ের অভিযাত্রায় নেমেছিল ভারতীয়রা, সে লক্ষ্যে প্রায় পৌছেও গিয়েছিল স্বাগতিকরা, তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খোয়াতে হয় তাদের।

 

ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর অশ্রু লুকিয়ে মাঠ ছেড়েছিলেন রোহিত, একই অবস্থা হয়েছিল টুর্নামেন্ট সেরা ক্রিকেটার বিরাট কোহলির। ভারতীয় দলের সবথেকে অভিজ্ঞ ও সেরা এই দুই ক্রিকেটার কি এবার দলকে শিরোপা এনে দিতে পারবেন?

এবারের বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী এক দল ঘোষণা করেছে ভারত। পর্যাপ্ত অভিজ্ঞতার সঙ্গে ভারতীয়দের এবারের দলে আছে তারুণ্যের শক্তিও। তাই এবার টুর্নামেন্ট জয়ের পথে অন্যতম ফেভারিট রোহিতের দল।

ভারতীয় দলের অধিনায়ক রোহিত এখনো পর্যন্ত অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮টি আসরেই খেলেছেন। এছাড়া বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, জস্প্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াদেরও এ টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে দলে আছেন যশ্বসী জয়সোয়াল, শিবম দুবে, সঞ্জু স্যামসন, হারশিত প্যাটেলদের মত তরুণ ক্রিকেটার যারা টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ অভিজ্ঞ।

ভারতের এবারের দলের অন্যতম শক্তির জায়গা তাদের সক্তিশালি স্পিন বিভাগ। চারজন দক্ষ স্পিনার নিয়ে এবার দল সাজিয়েছে ভারত। কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেলরা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরয়ে দিতে পারেন। এদিকে স্পিনার হওয়ার পাশাপাশি জাদেজা এবং আক্সার -এই দুইজন ব্যাট হাতেও দারুণ প্রভাব রাখতে পারেন।

স্পিনারদের পাশাপাশি অধিনায়ক রোহিতের হাতে আছে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের মত পেস বোলিং অলরাউন্ডার। এ দুজনই বল হাতে যেমন ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন তেমনি ব্যাট হাতেও হতে পারেন ভয়ঙ্কর। একই সঙ্গে জস্প্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং হারশিত প্যাটেলদের মত পেসার থাকায় যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মত কম্বিনেশনে দল সাজানোর ক্ষেত্রে ভারত বেশ ফ্লেক্সিবিলিটি পাবে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে ভারতের দলে অধিনায়ক রোহিত ছাড়াও আছেন কোহলি। এ দুজনই নিজেদের অভিজ্ঞতা দিয়ে চাপ সামলে নিতে পারার ক্ষমতা রাখেন। তাই বিশ্বকাপে এবার অন্যতম ফেভারিট দল ভারত।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ

শুবমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আভেস খান