images

স্পোর্টস / ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের যে রেকর্ড শুধু সাকিব ও রোহিতের

ঢাকা মেইল ডেস্ক

১০ মে ২০২৪, ০১:৫০ পিএম

দরজায় কড়া নাড়ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের নবম আসর। এবারের আসরে মোট ২০টি দল চার গ্রুপে ভাগ হয়ে লড়বে। এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে গ্রুপ গুলো। এরই মধ্যে  ১৬টি দল নিজেদের বিশ্বকাপ স্কোয়াডও ঘোষণা করেছে। 

ইতোমধ্যে আসন্ন বিশ্বকাপের দল ঘোস ঘোষণা করেছে ভারত। যেখানে রোহিতের নেতৃত্বে খেলবে ম্যান ইন ব্লুরা। এদিকে বিশ্বকাপের দল এখনও ঘোষণা দেননি বাংলাদেশ। তবে টাইগাররা দল ঘোষণা না দিলে অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে থাকা নিশ্চিত। সেরকম হলে এই দুজন খেলতে যাচ্ছেন টানা নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০০৭, ২০০৯, ২০১০, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২- পূর্বের ৮ টি আসরেই খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা কেবল ২। ভারতের রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান। তাই এবারে রেকর্ড ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন এই দুই তারকা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্স
ম্যাচ ৩৬
রান ৭৪২
গড় ২৩.৯৩
স্ট্রাইক রেট ১২২.৪৪
সর্বোচ্চ ৮৪
অর্ধশতক
টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের বোলিং পারফরম্যান্স
উইকেট ৪৭
গড় ১৮.৬৩
ইকোনমি ৬.৭৮
সেরা বোলিং ফিগার ৪/৯
ইনিংসে ৪ উইকেট ৩ বার

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার পারফরম্যান্স
ম্যাচ ৩৯
রান ৯৬৩
গড় ৩৪.৩৯
স্ট্রাইক রেট ১২৭.৮৮
সর্বোচ্চ ৭৯*
অর্ধশতক