images

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ভারতের

স্পোর্টস ডেস্ক

২৮ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম

চলতি বছরই আয়োজিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগ্রেসরা। সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজেও দেখা গেছে উত্তাপ। ওই উত্তাপের স্মৃতি নিয়ে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে টাইগ্রেসদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কর। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানে সংগ্রহ পায় ভারতের মেয়েরা।

আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলে ভারত। তবে থিতু হয়ে জুটি গড়ার আগে বাংলাদেশকে তৃতীয় ওভারেই এনে দেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। ওপেনরা স্মৃতি মান্ধানাকে ৯ রানে বোল্ড করেন ফারিহা। এরপর দ্বিতীয় উইকেটে শেফালি ভার্মা ও স্বস্তিকা ভাটিয়া ৩১ বলে ৪৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন।

দলীয় ৬১ রানে রাবেয়ার ঘূর্ণিতে শেফালি ২২ বলে ৩১ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর তৃতীয় উইকেটে হারমানপ্রীত কৌরকে সঙ্গে নিয়ে স্বস্তিকা গড়েন আরও ৪৫ রানের জুটি। ২২ বলে ৩০ রান করে অধিনায়ক হারমানপ্রীত লেগ স্পিনার ফাহিমার ঘূর্ণিতে এলবিডব্লিউ হন। স্কোরবোর্ডে আরও দুই রান যোগ হতেই এবার ফেরেন স্বস্তিকা। ভারতীয় এই ব্যাটারের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৬ রান।

শেষ দিকে বেশি রান তুলতে পারেননি ভারতীয় ব্যাটাররা। ১৫ ওভারে তাদের রান ছিল ৪ উইকেটে ১১০। সেখান থেকে বাকি ৫ ওভারে তারা যোগ করতে পেরেছে তিন উইকেট হারিয়ে ৩৫ রান। ইনিংসের শেষ ওভারে মারুফা মাত্র ২ রান দিয়ে দুটি উইকেট নেন। আর তাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পায় হারমানপ্রীতের দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রাবেয়া খান।