images

স্পোর্টস / ক্রিকেট

দিল্লিতে মার্শের বদলি আফগান তারকা 

স্পোর্টস ডেস্ক

২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৩ এএম

চোটে ছিটকে যাওয়া মিচেল মার্শের বদলি বেছে নেওয়ার জন্য খুব বেশি সময় নিল না দিল্লি ক্যাপিটালস। অজি তারকার জায়গায় তারা দলে টেনেছে আফগানিস্তান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে। এই প্রথম আইপিএলে খেলবেন তিনি। নিলামে অবিক্রীত নাইবকে তারা ভিত্তি মূল্য ৫০ লাখ রুপিকে কিনেছে দিল্লি। 

এবারের আইপিএলে চার ম্যাচ খেলার পর হ্যামস্ট্রিং চোটের কারণে গত ১২ এপ্রিল ভারত থেকে পার্থ ফিরে গিয়েছিলেন চোট সারাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল টিমের সাথে কাজ করতে। এর দশদিন পর জানানো হয়, আর ভারতে ফিরবেন না বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার।

মার্শ যে চারটি ম্যাচে খেলেছেন, তাতে তিন ইনিংসে ২৩ রানের সর্বোচ্চ স্কোর সহ করেন মোট ৬১ রান। আর বল হাতে ৮ ওভারে ১২.৮৭  ইকোনমি রেটে শিকার করেন মাত্র একটি উইকেটে।

তার জায়গায় দলে আসা নাইব টি-টোয়েন্টি ক্রিকেটে একজন পরীক্ষিত ক্রিকেটার। ১২৬টি স্বীকৃত ২০ ওভারের ম্যাচে ১৩২ স্ট্রাইক রেটে ১৬২৬ রান করেছেন এই আফগান। আর বল হাতে সাড়ে ৮ ইকোনমি রেটে নিয়েছেন ৭০ উইকেট। এই মূহুর্তে নয় ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি।