স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ০৩:১২ পিএম
আইপিএলের এবারের আসরে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে বল হাতে আলো ছড়াচ্ছেন তিনি, ৫ ম্যাচ খেলেই নিয়েছেন ১০ উইকেট, আছেন সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়েও।
তবে এবারের আইপিএলে হয়তো সবথেকে বেশি উইকেট নেয়া হয়ে ওঠবে না তাঁর। কেননা টুর্নামেন্টে তাঁর সময় ফুরিয়ে এসেছে। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছিলেন মোস্তাফিজ। পরে তাঁর ছুটি আরও একদিন বাড়িয়ে ১মে পর্যন্ত করেছে বিসিবি।
একদিন ছুটি বাড়ানোয় চেন্নাইয়ের হয়ে একটি ম্যাচ বেশি খেলা হতে পারে মোস্তাফিজের। চেন্নাই আজ মাঠে নামবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি সহ মোট চারটি ম্যাচ খেলতে পারবেন টাইগার এই পেসার।
১ মে পর্যন্ত ছুটি থাকায় ২ মে বাংলাদেশ ফিরে আসতে হবে মোস্তাফিজকে। এরপর টাইগারদের হয়ে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলবেন তিনি। এদিকে মোস্তাফিজ এবার চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ বোলারদের একজন। বর্তমান চ্যাম্পিয়নদের ঘরের মাঠের ম্যাচ মানেই একাদশে থাকবেন টাইগার এই পেসার। ফলে মোস্তাফিজ না থাকলে বেশ বিপাকেই পড়তে হতে পারে চেন্নাইকে।
এদিকে আইপিএলে মোস্তাফিজের সময় ফুরিয়ে আসায় হতাশা প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘মুস্তাফিজ চলে যাবে, চেন্নাইয়ের হয়ে খেলতে পারবে না। আইপিএলে সে আর অল্প কিছু দিন আছে।’
মোস্তাফিজ না খেললে চেন্নাইয়ের ক্ষতি হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এমনটা কেন করছে? আমার ভাইকে (মুস্তাফিজ) খেলতে দাও না। সে চলে গেলে চেন্নাইয়ের একটু ক্ষতিই হবে।’
বিশ্বকাপের এখনো অনেক সময় বাকি আছে জানিয়ে সাবেক এই ভারতীয় ক্রিকেটার আরও বলেন, ‘বাংলাদেশ তো বলছে, এখানে খেলে কোন লাভ-টাভ হচ্ছে না। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না, সেজন্য ফিরিয়ে নিচ্ছে। নাও ফিরিয়ে। বাংলাদেশ এমনটা আগেও অনেকবার করেছে। আমি বলবো- এটা করো না। বিশ্বকাপের এখনও অনেক সময় আছে। ভারতের খেলোয়াড়রাও তো যাবে।’